ফরিদপুরের নগরকান্দায় অজ্ঞাত বাসের চাপায় নাঈম মোল্লা (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা সাড়ে এগারোটার দিকে নগরকান্দা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চরযশোরদি ইউনিয়নের মোল্লার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের কর্মকর্তা শরিফ শেখ জানান, ছেলেটি রাস্তা পারাপার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
নিহত নাঈম মোল্লা লায়ম পার্শ্ববর্তী সালথা উপজেলার চর বল্লভদি গ্রামের শাহেদ আলী মোল্লার ছেলে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে এবং ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি। লাশটি ভাঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় সড়কের সাময়িক যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।
প্রতিনিধি/এসএস