রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

রায়পুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যায় স্বামীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৩, ০৮:৩২ এএম

শেয়ার করুন:

loading/img

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্ত্রী ছালেহা বেগমকে শ্বাসরোধে হত্যার দায়ে মফিজ উদ্দিন মইজ নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১৪ আগস্ট) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। 


বিজ্ঞাপন


দণ্ডপ্রাপ্ত মফিজ রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের মনু মিয়া চৌকিদারের ছেলে।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, মফিজ নিয়মিত জুয়া খেলতেন। জুয়া খেলার টাকার জন্য প্রায়ই স্ত্রী ছালেহাকে নির্যাতন করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি বাবার বাড়ি থেকে একটি গরু এনে তার স্বামীকে দেন। কিন্তু এতেও তার ওপর নির্যাতন বন্ধ হয়নি। ২০২০ সালের ৪ মে ছালেহা আত্মহত্যা করেছেন বলে তাঁর মা-বাবাকে খবর দেন শ্বশুরবাড়ির লোকজন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

এদিকে, ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ছালেহাকে মাথায় আঘাত ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন