রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

কমলনগরে ছাত্রলীগের কর্মী সভায় হট্টগোল

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩, ০৬:৪৬ এএম

শেয়ার করুন:

loading/img
কমলনগরে ছাত্রলীগের কর্মী সভা

লক্ষ্মীপুরের কমলনগরে ছাত্রলীগের একটি কর্মী সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই গ্রুপের হট্টগোল বাঁধে। এতে বেশ কয়েকটি চেয়ার ভাংচুর করা হয়। কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উত্তপ্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনেন উপস্থিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের নেতা-কর্মীরা।

শনিবার (১৫ জুলাই) সন্ধ্যার দিকে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


আয়োজিত কর্মী সভায় তোরাবগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী বেল্লাল হোসেন শুভ'র অনুসারীদের মধ্যে চেয়ারে বসাকে কেন্দ্র করে হট্টগোল হয়।

এক পর্যায়ে কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন মঞ্চ থেকে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কমলনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ জানান, চেয়ারে বসাকে কেন্দ্র করে কোনো হট্টগোল ঘটেনি। তবে কর্মী সভা চলাকালীন সময় বৃষ্টি হয়েছে। এজন্য নেতা-কর্মীরা ছোটাছুটি করেছে। 

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহীন আলম ঢাকা মেইলকে জানান, তোরাবগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সভায় সভাপতি পদপ্রার্থী আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী বেল্লাল হোসেন শুভ'র অনুসারীদের মধ্যে চেয়ারে বসাকে কেন্দ্র করে হাতাহাতি হয়েছে। পরে স্লোগানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কোনো প্রকার হতাহতের ঘটনা ঘটেনি।


বিজ্ঞাপন


জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ভূঁইয়া বলেন, বিষয়টি তার জানা নেই। বিস্তারিত খবর নিয়ে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি এ বিষয়ে কিছু জানাননি।

তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম রতন বলেন, সভাপতি প্রার্থী ও সাধারণ সম্পাদক প্রার্থীর লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয় ওই কর্মী সভায়। তাৎক্ষণিকভাবে কমলনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর