রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৩, ১২:৩৯ এএম

শেয়ার করুন:

loading/img

নীলফামারীর জলঢাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার রাজারহাট এলাকার আমেরতল গ্রামে একটি মুরগির খামারে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জলঢাকা উপজেলার খালিশা খুটামারা তহসীলদার পাড়া গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে আনিছুর রহমান (৫২) ও টেঙ্গনমারী এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে লিটন আহমেদ (৩৭)। সম্পর্কে তারা চাচাতো ভাই।


বিজ্ঞাপন


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় স্কুলশিক্ষক কামরুজ্জামানের মুরগির খামারে কাজ করেন আনিছুর রহমান। সন্ধ্যায় খামারের ঘরে পড়ে থাকা তার সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এসে তার চাচাতো ভাই লিটনও বিদ্যুতায়িত হন। পরে আশপাশের লোকজন তাদের দেখতে পেয়ে দুজনকে উদ্ধার করে। আনিছুর ঘটনাস্থলে মারা যান ও লিটনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম ঢাকা মেইলকে বলেন, মরদেহ দুটি হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের লোকজন লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর