শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৩, ০২:৪৮ পিএম

শেয়ার করুন:

loading/img

বগুড়ার দুপচাঁচিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোফাজ্জল হোসেন মোফা (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

সোমবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী বাজারে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।

মোফাজ্জল হোসেন দুপচাঁচিয়া উপজেলার বেলাইল খামারগাড়ী গ্রামের মনসুর আলীর ছেলে।

আটক সিরাজুল ইসলাম (৩২) কাহালু উপজেলার মুরইলের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।

ওসি আবুল কালাম আজাদ জানান, দুপচাঁচিয়ার চৌমুহনী বন্দরে ভ্যানটি রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিল। এ সময় নওগাঁ থেকে ছেড়ে আসা বগুড়াগামী শুভ পরিবহনের যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালক মোফাজ্জল ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


ওসি আবুল কালাম আজাদ আরও জানান, বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এছাড়াও বাসের চালকও আটক আছেন। অভিযোগ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন