রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ধূমপান করা নিয়ে বিতর্কে পৌরসভা কাউন্সিলরের ওপর হামলা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২ জুলাই ২০২৩, ০৯:৫৬ পিএম

শেয়ার করুন:

loading/img
হামলার শিকার কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান তালুকদার লাবু

মাদারীপুরে ধূমপান করা নিয়ে তর্ক-বিতর্কের জেরে আসাদুজ্জামান তালুকদার লাবু নামের এক ওয়ার্ড কাউন্সিলরের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাইদুর বেপারী (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২ জুলাই) দুপুরে কালকিনি পৌরসভার ভেতরেই ঘটে এ ঘটনা।


বিজ্ঞাপন


জানা যায়, আটককৃত সাইদুর বেপারী (৩৫) কালকিনির চর ঝাউতলা গ্রামের খালেক বেপারীর ছেলে।

আহত আসাদুজ্জামান তালুকদার লাবু কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে কালকিনি পৌরসভার ভেতরে বসে ধূমপান করছিলেন সাইদুর বেপারী নামে এক যুবক। এসময় কাউন্সিলর আসাদুজ্জামান তালুকদার লাবু বিষয়টিতে আপত্তি জানায়। পৌরসভার ভেতর থেকে সরে গিয়ে ধূমপান করতে বলেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে সাইদুর ওই ওয়ার্ড কাউন্সিলরের ওপর হামলা চালায়। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত হয়। পরে তাকে উদ্ধার কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আসাদুজ্জামান তালুকদার লাবুকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে। এরপর খবর পেয়ে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সাইদুর বেপারীকে আটক করেছে পুলিশ।

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হোসেন জানান, কাউন্সিলরের ওপর হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর