রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

সাংবাদিকের কাছে চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১ জুলাই ২০২৩, ০৯:৪৯ এএম

শেয়ার করুন:

loading/img

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লার বুড়িচংয়ে ঘরের ভেতরে প্রবেশ করে সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়ের কাছে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতা সালাউদ্দিন ও তার গংদের বিরুদ্ধে।

এ ঘটনার একটি অডিও রের্কড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয় এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে বুড়িচং থানায় একটি জিডি করেছেন।


বিজ্ঞাপন


অভিযোগ সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে উপজেলার বিভিন্ন গরু বাজারে অতিরিক্ত হাসিল রাখার অভিযোগ ক্রেতাদের। এমন সংবাদের জেরে গত (২৮ জুন) বুধবার সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়ের বাকশীমূল নিজ বাড়িতে গিয়ে ঘরে প্রবেশ করে ৮০ হাজার টাকা চাঁদা দাবি করে ওই সন্ত্রাসীরা। তখন তাদেরকে টাকা দিতে অপারগতা জানালে সাংবাদিকের গায়ে হাত তুলে এবং মা-বাবা, স্ত্রীর সামনে মেরে ফেলার হুমকি দেয়।

আক্কাস আল মাহমুদ হৃদয় দৈনিক মানব কন্ঠ ও দি ট্রাইবুনালের বুড়িচং প্রতিনিধি।

সন্ত্রাসীরা  কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের আব্দুর রশিদের ছেলে সালাউদ্দিন, ছাদেকের ছেলে আবু কাউছার,আব্দুস ছামাদের ছেলে রমজান। সালাউদ্দিন উপজেলা ছাত্রলীগ সংগঠনের সঙ্গে জড়িত থেকে বিভিন্ন অপরাধ করে যাচ্ছে। কাউছার  বিজিবি চাকরি করার সময় অবৈধ কর্মে ধরা খেয়ে তার চাকরি চলে যায়। তাদের উচ্ছৃঙ্খল চলাফেরায় এলাকাবাসী অতিষ্ঠ।

সালাউদ্দিন সাংবাদিককে হুমকি দেওয়ার সময় বলেন, আমার গরু বাজারের লসের ৮০ হাজার টাকা তোকে দিতে হবে, আমি সালাউদ্দিন, আমি ছাত্রলীগ করি টাকা না দিলে তোর খবর আছে, তোকে বাঁচতে দিতাম না।


বিজ্ঞাপন


এ ব্যাপারে ভুক্তভোগী সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয় বলেন, জুন মাসের ২৭ তারিখ মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন বাজারে অতিরিক্ত হাসিল রাখার অভিযোগ পেয়ে একটি সংবাদ প্রচার করি। উক্ত সংবাদে কারও নাম বা কোনো নিদিষ্ট বাজারের নাম উল্লেখ করা হয়নি। তবুও, ওরা এ সংবাদের জেরে বাড়িতে এসে জোরপূর্বক ঘরে ঢুকে আমার কাছে চাঁদা দাবি করে এবং চাঁদা দিতে রাজি না হলে আমাকে মেরে ফেলার হুমকি প্রদান করে। এখন আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

অভিযুক্ত সালাউদ্দিনকে একাধিক বার কল দিয়েও পাওয়া যায়নি।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈসমাইল হোসেন বলেন, এ ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি করেছে সাংবাদিক হৃদয়। আদালত খুললে আমরা জিডি কপি আদালতে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর