পটুয়াখালীর মির্জাগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলা আতাউল্লাহ (২০) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোর এখন মুমূর্ষু অবস্থায় রয়েছে।
বুধবার (২৮ জুন) রাত ৯টায় সুবিদখালী পোষ্ট অফিসের সামনে ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
আহত আতাউল্লাহ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের আবদুল সত্তার মাঝির ছেলে ও ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র।
আহত আতাউল্লার বড় ভাই মহিবুল্লাহ বলেন, ঈদে কলেজ বন্ধ হওয়ায় বাড়িতে আসে আতাউল্লাহ। বুধবার বিকেলে ফুটবল খেলতে গিয়ে পায়ে সামান্য ব্যথা পায়। পরে বাড়ি থেকে চিকিৎসার উদ্দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে রাস্তায় পাশে পোষ্ট অফিসের সামনে পৌঁছলে আতাউল্লার গাড়ি গতিরোধ করে তারা। পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার তাওহীদ, সৈকত, নিলয়, সাইদুল ও ইউসুফসহ ১০ থেকে ১৫ জন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে আতাউল্লাহর প্রচুর রক্তক্ষরণ হয়।
এসময় আতাউল্লাহ ডাক চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এলে আক্রমণকারীরা পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় আতাউল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
এ বিষয় মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস