রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ধুনটে মাঝ যমুনায় নৌকাডুবি, ২১ যাত্রী উদ্ধার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ জুন ২০২৩, ০৮:০২ এএম

শেয়ার করুন:

loading/img

বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময় ভাসমান অবস্থায় নৌকার মাঝিমাল্লা ও নারীসহ ২১ যাত্রীকে উদ্ধার করেছে স্থানীয় একদল যুবক।

শনিবার (১৭ জুন) শহড়াবাড়ী নৌঘাট এলাকায় মাঝনদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। ৩০ মিনিট ধরে উদ্ধার তৎপরতা চালিয়ে নদীতে ভাসমান অবস্থায় সব যাত্রীকে উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালের দিকে শহড়াবাড়ী নৌঘাট থেকে যমুনা নদীর পূর্ব তীরে বৈশাখী চরে কৃষিকাজের জন্য যান দুই নারীসহ ২১ যাত্রী। তারা কাজ শেষ করে দুপুরের দিকে বৈশাখী চর থেকে একই নৌকায় যমুনা নদীর পশ্চিম তীরে বাড়ির উদ্দেশে রওনা হন। একপর্যায়ে উত্তাল যমুনা নদীর মাঝপথে পৌঁছালে প্রবল স্রোত ও ঢেউয়ের কারণে যাত্রী ও মালপত্র বোঝাই নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার যাত্রীরা জীবন বাঁচাতে নদীতে ভাসতে থাকেন। যমুনা নদীর পশ্চিম তীরে বানিয়াজান বাঁধ থেকে এ দৃশ্য দেখেন একদল যুবক। তারা অন্য একটি বড় নৌকা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ভাসমান যাত্রীদের উদ্ধার করেন। নৌকার সব যাত্রীকে উদ্ধার করা গেলেও নৌকাসহ মালপত্র ভাটির দিকে ভেসে গেছে।

উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বেলাল হোসেন বাবু বলেন, প্রবল ঢেউয়ে যাত্রীবোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে স্থানীয়রা নৌকার সব যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

ওসি রবিউল ইসলাম বলেন, থানা থেকে খোঁজখবর নেওয়া হয়েছে। নৌকাডুবির ঘটনায় কোনো হতাহত হয়নি।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন