বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

কক্সবাজারে পর্যটক হয়রানির অভিযোগে ১৭ ক্যামেরা জব্দ

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ০৭:২০ এএম

শেয়ার করুন:

loading/img

কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের হয়রানি রোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন। সৈকতের ফটোগ্রাফার বা ক্যামেরাম্যানদের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায় ও জোরপূর্বক ছবি চাপিয়ে দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের।

শুক্রবার (৪ এপ্রিল) অভিযান চালিয়ে হয়রানির সঙ্গে জড়িত ১৭ জন ক্যামেরাম্যানের ক্যামেরা জব্দ করেছে ট্যুরিস্ট পুলিশ।


বিজ্ঞাপন


পর্যটকদের অভিযোগ, অনেক ক্যামেরাম্যান ১০টি ছবি তোলার কথা বলে একই পোজ ও একই ছবি ১০-২০ কপি করে প্রায় ১০০-২০০ কপি করে ছবি ধারণ করে। পরে প্রতিটির জন্য ৫ টাকা করে আদায় করে। এছাড়াও, অযথা ছবি তুলে তা নিতে বাধ্য করা হয়, রাজি না হলে পর্যটকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এমনকি ছবি নিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগও রয়েছে।

এছাড়া কক্সবাজারে ঘুরতে আসা এক নারী পর্যটক অভিযোগ করেন যে, ২০-৩০টি ছবি তোলার নামে ৬০০ ছবি তুলে ক্যামেরাম্যান দ্বারা হয়রানির শিকার হয়েছেন।

গত কয়েকদিনে পর্যটকদের কাছ থেকে এমন একাধিক অভিযোগের ভিত্তিতে ট্যুরিস্ট পুলিশ কঠোর অবস্থানে যায়।

এবিষয়ে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, পর্যটকদের হয়রানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যেসব ক্যামেরাম্যান পর্যটকদের হয়রানি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ১৭ জন ক্যামেরাম্যানের ক্যামেরা জব্দ করা হয়েছে এবং তাদের পরিচয়পত্র (কার্ড) বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। যারা প্রকৃত ক্যামেরাম্যান নন এবং যাদের বৈধ কার্ড নেই, তাদের সৈকতে কাজ করার অনুমতি দেওয়া হবে না বলেও তিনি জানান।


বিজ্ঞাপন


 

ট্যুরিস্ট পুলিশের এই পদক্ষেপ পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। তারা আশা করছেন, এই অভিযানের ফলে সৈকতে হয়রানির মাত্রা কমবে এবং পর্যটকেরা নির্বিঘ্নে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তবে, এই অভিযান কতটা স্থায়ী হয় এবং ভবিষ্যতে এমন হয়রানি বন্ধে ট্যুরিস্ট পুলিশ আরও কঠোর পদক্ষেপ নেবে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর