শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

বংশালে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, দগ্ধ ৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৫, ০৭:২৩ এএম

শেয়ার করুন:

loading/img
ফাইল ছবি

রাজধানীর বংশালে ঈদ উপলক্ষে আয়োজিত মেলায় ফাস্টফুডের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে দোকানিসহ ৬ জন দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বংশালের বাংলাদেশ মাঠে এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


দগ্ধ ব্যক্তিরা হলেন- ফাস্টফুড দোকানের মালিক নয়ন (২৯), সাগর (২৫), ইকবাল (৩১), হাসান (২৮), রিমঝিম (১৬) ও অপূর্ব (১৮)।

দোকান মালিক নয়নের বাবা মো. সেলিম জানান, তাদের বাসা বংশালের নয়াবাজার এলাকায়। তার ছেলে নয়ন এক মাস ধরে ফাস্টফুডের ভ্রাম্যমাণ দোকান চালাচ্ছিল। ঈদ উপলক্ষে বাংলাদেশ মাঠের ভেতরে দোকান বসিয়েছিল সে। রাত সাড়ে ৯টার দিকে খবর পান যে, দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে নয়নসহ কয়েকজন দগ্ধ হয়েছে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, গ্যাস সিলিন্ডারটি অক্ষত থাকলেও লাইন গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আগুনে দগ্ধ ৬ জন হাসপাতালে এসেছেন। তাদের শরীরের দগ্ধের পরিমাণ তুলনামূলক কম।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, সাগর নামে একজনের সর্বোচ্চ ১১ শতাংশসহ শ্বাসনালী দগ্ধ হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগুনের খবর পেয়ে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন হাসপাতালে ছুটে আসেন।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর