শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টিপস

ফোন দ্রুত চার্জ দেওয়ার নিয়ম

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫, ১১:০৭ এএম

শেয়ার করুন:

ফোন দ্রুত চার্জ দেওয়ার নিয়ম

নানা কারণে আপনার সাধের স্মার্টফোনটি স্লো চার্জ নিতে পারে। এজন্য আপনিও কিছুটা দায়ী হতে পারেন। কেননা, অনেকেই ফোন চার্জ দেওয়ার সঠিক নিয়ম জানেন না। জানুন ফোন দ্রুত চার্জ দেওয়ার নিয়ম। 

সঠিক চার্জার দিয়ে ফোন চার্জ দিন 


বিজ্ঞাপন


আপনার ফোনে সর্বোচ্চ কত স্পিডের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে সেটা আগে জেনে নিতে হবে। এর পরে সর্বোচ্চ স্পিডের একটি ফাস্ট চার্জার বাজার থেকে কিনে ব্যবহার করুন। 

এই চার্জারে ফোন চার্জ করলে আগের থেকে দ্রুতগতিতে চার্জ হবে ফোন। 

battery

ওয়াইফাই, ব্লুটুথ বন্ধ রাখুন 


বিজ্ঞাপন


ফোন চার্জিংয়ের সময় ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, হটস্পটের মতো ব্যাটারি নষ্ট করে এমন সব ফিচার বন্ধ রাখুন। এই উপায়ে দ্রুত চার্জ করতে পারবেন স্মার্টফোন। 

সঠিক নিয়মে ফোন চার্জে রাখুন

ইউএসবি পোর্টের মাধ্যমে চার্জিংয়ে খুব বেশি গতি পাওয়া যায় না। এই কারণে ওয়াল চার্জার ব্যবহার করে ফোন চার্জ করুন।

charge

সঠিক চার্জিং ক্যাবলের ব্যবহার

আসল ক্যাবলের মাধ্যমে ফোন চার্জ করার চেষ্টা করুন। বাজার থেকে কেনা কম দামের কেবেলে চার্জিং স্পিড অনেকটা কমে যায়। 

ব্যাকগ্রাউন্ড অ্যাপস বন্ধ করুন

চার্জিংয়ের সময় ব্যাকগ্রাউন্ড অ্যাপসগুলো বন্ধ রাখুন। এই অ্যাপ অনেকটা ব্যাটারি নষ্ট করে। তাই বন্ধ রাখলে দ্রুত চার্জ হবে স্মার্টফোন।

charging-pic

এয়ারপ্লেন মোড অন রাখুন 
 
দ্রুত ফোন চার্জিংয়ের জন্য এয়ারপ্লেন মোড এনেবেল করুন। এর ফলে আপনার ফোন অনেকটা দ্রুত চার্জ হবে। 

আরও পড়ুন: ফোনের ব্যাটারির 'mAh' মানে কী?

চার্জিং সাইকেল মেনে চলুন 
 
প্রত্যেক ব্যাটারির একটি নির্দিষ্ট আয়ু থাকে। তাই প্রত্যেকবার চার্জের পরে আয়ু কিছুটা কমে যায়। সারা রাত চার্জে 'না’ সারা রাত ফোন চার্জ করবেন না। এতে ব্যাটারির বিপুল ক্ষতি হয়। চেষ্টা করুন ৮০ শতাংশ চার্জ হলে চার্জার ডিসকানেক্ট করতে। 

চার্জে রেখে ফোন ব্যবহার থেকে বিরত থাকুন 

চার্জিংয়ের সময় ফোন ব্যবহার করবেন না। চার্জিংয়ের সময় ফোনে কথা বলা অথবা গেম খেলা এড়িয়ে চলুন। একদিনে যেমন ফোনের স্বাস্থ্য ভালো থাকবে অন্যদিকে দ্রুত চার্জ হবে ব্যাটারি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর