মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঝালকাঠিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচি পালন

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫, ০১:০১ পিএম

শেয়ার করুন:

ঝালকাঠিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচি পালন

জলবায়ু সুরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ ও টেকসই কৃষিতে বিনিয়োগ বাড়ানোর দাবিতে ঝালকাঠিতে  ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল)  সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ফ্রাইডেস ফর ফিউচার এর তত্ত্বাবধায়নে ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) এর নেতৃত্বে সহযোগী সংগঠন ব্রাইর্টাস, ইয়ুথ নেট গ্লোবাল এবং স্থানীয় যুব সংগঠনের সদস্যদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।


বিজ্ঞাপন


IMG-20250411-WA0021

গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে অর্গানাইজিং টিমের আহ্বায়ক ও  ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) এর  সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বির সঞ্চালনায় বক্তব্য রাখেন  সনাক সভাপতি সত্যবান সেনগুপ্ত, ইয়ুথ নেট গ্লোবাল জেলা সমন্বয় কারী সাজিদ মাহামুদ, স্নিগ্ধা ভৌমিক, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্টের বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক শাকিল হাওলাদার রনি, ইয়ুথ অ্যাকশন সোসাইটির (ইয়াস) সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা।

প্রতিবাদী এই কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন কেবল ভবিষ্যৎ প্রজন্মের হুমকি নয়, এটি এখনকার বাস্তবতা। উপকূলের মানুষ, কৃষি, স্বাস্থ্য–সবই হুমকির মুখে।

আরও পড়ুন

যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড

তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরিবেশবান্ধব নীতিমালা প্রণয়ন, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

জলবায়ু কর্মী এবং পরিবেশ সচেতন ব্যক্তিরা বক্তব্যে বলেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ এবং জলবায়ু সুরক্ষায় নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগের দাবি তুলছি।

IMG-20250411-WA0016

তারা আরও বলেন, জলবায়ুর প্রশ্নে এখন আর অপেক্ষা করার সময় নেই। এখনই সময় কার্যকর পদক্ষেপের। এই কর্মসূচি শুধু স্থানীয় পর্যায়ে নয় বরং জাতীয় এবং আন্তর্জাতিক আন্দোলনের অংশ হিসেবে বার্তা পৌঁছে দেয়। তরুণরাও পরিবর্তনের দাবিদার এবং তারা একাট্টা হয়ে জলবায়ুর পক্ষে দাঁড়াচ্ছে।

এই আন্দোলনের মাধ্যমে যুবসমাজ জলবায়ু ন্যায়বিচারের দাবিকে সামনে নিয়ে আসছে এবং এক নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখছে, যেখানে পরিবেশবান্ধব নীতি এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার হবে সর্বোচ্চ অগ্রাধিকার।

 প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর