বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফ্রিজ দেয়াল থেকে কতটা দূরে রাখা উচিত?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫, ১২:৪৫ পিএম

শেয়ার করুন:

loading/img

বেশিরভাগ মানুষের বাসায় রেফ্রিজারেটর বা ফ্রিজ রয়েছে। এসব ফ্রিজ সাধারণত দেয়াল ঘেঁষে রাখা হয়। তবে দেয়াল থেকে কতটা দূরত্বে ফ্রিজ রাখা উচিত সেই তথ্য অনেকেই জানেন না। একই সঙ্গে গরমের সময় ফ্রিজের তাপমাত্রা কততে সেট করে রাখা উচিত সেটাও জানা নেই। 

এই প্রতিবেদনে রেফ্রিজারেটরের সঠিক তাপমাত্রা সম্পর্কে আলোচনা করে নেওয়া যাক। সেই সঙ্গে এর কুলিং এফিশিয়েন্সি বাড়ানোর কিছু টিপসও দেখে নেওয়া যাক।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ফ্রিজ খালি থাকলে বেশি বিদ্যুৎ খরচ হয়— একথা জানতেন?

গ্রীষ্মকালে ফ্রিজ এবং ফ্রিজারের আদর্শ তাপমাত্রা কত?

স্যামসাংয়ের একটি পোস্ট থেকে জানা যাচ্ছে যে, সারা বছর ফ্রিজের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বা ৩৭.৪ ডিগ্রি ফারেনহাইটে সেট করে রাখা উচিত। আবার অন্যদিকে ফ্রিজারের তাপমাত্রা -১৯ ডিগ্রি সেলসিয়াস কিংবা -২.২ ডিগ্রি ফারেনহাইটে সেট করে রাখা উচিত।

fre


বিজ্ঞাপন


অন্যদিকে ব্যবহারকারীদের উদ্দেশ্যে ভোল্টাসের পরামর্শ, ফ্রিজের তাপমাত্রা ৩ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সেট করে রাখা উচিত। এর পাশাপাশি ফ্রিজারের তাপমাত্রা রাখা উচিত -১৮ ডিগ্রি থেকে -২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

ফ্রিজের কুলিং বাড়ানোর টিপস

১. পাশের দেওয়ালের থেকে ফ্রিজ-ফ্রিজারের দূরত্ব হওয়া উচিত ৫ সেন্টিমিটার। আর রিয়ার ওয়াল থেকে এর দূরত্ব হতে হবে ১০ সেন্টিমিটার।

২. যেসব জায়গায় সরাসরি সূর্যালোক বা রোদ আসে, সেখানে ফ্রিজ-ফ্রিজার রাখা একেবারেই উচিত নয়

৩. সারা বছর ধরে ফ্রিজের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রাখা উচিত।

freze

৪. মডেলের ওপর ভিত্তি করে ফ্রিজারের তাপমাত্রা -১৯ ডিগ্রি অথবা -১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সেট করা উচিত।

৫. প্রচুর পরিমাণে খাবার টাটকা খাবারের জন্য পাওয়ার ফ্রিজ অথবা পাওয়ার কুল ফাংশন ব্যবহার করতে হবে।

৬. খাবার রাখার ২ ঘণ্টা আগে পাওয়ার ফাংশন চালাতে হবে। আর তা বন্ধ করে দিতে হবে ৫ ঘণ্টা পর।

৭. ফ্রিজারের ডোর অথবা টপ শেলফে আইসক্রিম, আইস ললি অথবা পাউরুটি স্টোর করা চলবে না।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর