অবসর, অবকাশে হোটেল বা রিসোর্টে সময় কাটাতে অনেকেই ভালোবাসেন। নতুন নতুন জায়গায় ভ্রমণ মনে যেন একরাশ আনন্দ বয়ে আনে। কিন্তু এক্ষেত্রে নানা রকম প্রতিকূলতাও থাকে। এর মধ্যে অন্যতম হল হোটেল রুমে গোপন ক্যামেরা থাকার আশঙ্কা। এতে গোপনীয়তা আর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে। তবে হোটেলের ঘরে কোনও গোপন ক্যামেরা রয়েছে কি না, তা জানার জন্য বিশেষ গ্যাজেট ডিজাইন করা হয়েছে। তবে অনেকেই হয়তো জানেন না যে, হাতে থাকা স্মার্টফোনই গোপন ক্যামেরা রয়েছে কি না, তা পরীক্ষা করার শক্তিশালী সরঞ্জাম।
মোবাইল ফোন ব্যবহার করে ঘরে থাকা গোপন ক্যামেরা শনাক্ত করার উপায়
বিজ্ঞাপন
স্মার্টফোনের ফ্ল্যাশলাইট
ফোনের ফ্ল্যাশলাইট ব্যবহার করে ঘরে রাখা গোপন ক্যামেরা চিহ্নিত করা সম্ভব। এর জন্য নিম্নলিখিত উপায় অনুসরণ করতে হবে।
১. ঘরের আলো নিভিয়ে দিতে হবে।
আরও পড়ুন: বাথরুম-ট্রায়াল রুমে গোপন ক্যামেরা আছে কি না বুঝবেন যেভাবে
বিজ্ঞাপন
২. এরপর ঘরের কোন অংশে ক্যামেরা লুকানো থাকতে পারে, সেই জায়গায় ফোনের ফ্ল্যাশলাইট জ্বালাতে হবে। এর মধ্যে অন্যতম হল - এয়ার ভেন্ট, স্মোক ডিটেক্টর, অ্যালার্ম ক্লক অথবা আয়না। ৩. ছোট্ট একটি রিফ্লেক্টিভ গ্লিন্ট অথবা লেন্সের মতো সারফেস খুঁজতে হবে। ৪. কিছু সন্দেহজনক বিষয় চোখে পড়লে সেই জায়গাটা খুঁটিয়ে দেখতে হবে।
স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করে ইনফ্রারেড আলো চিহ্নিতকরণ
১. আলো একেবারে নিভিয়ে দিতে হবে।
২. এবার স্মার্টফোনের ক্যামেরা অ্যাপ খুলতে হবে।
৩. ক্যামেরা কোথায় গোপন করা থাকতে পারে, সেখানে ধীরে ধীরে ক্যামেরা প্যান করতে হবে।
৪. ক্যামেরা স্ক্রিনে ছোট্ট পালসিং ডট অথবা গ্লোয়ের দিকে নজর দিতে হবে।
৫. এই ইনফ্রারেড আলোই হিডেন ক্যামেরার উপস্থিতি চিহ্নিত করবে। এই সিগন্যাল পেলে সেই জায়গাটি খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে হবে।
ক্যামেরা-ডিটেকশন অ্যাপের সুবিধা
অ্যানড্রয়েড এবং আইওএস-এ একাধিক অ্যাপ থাকে, যা হিডেন ক্যামেরা ডিটেক্ট করার জন্যই ব্যবহারকারীদের জন্য বানানো। এই অ্যাপসগুলো ফোনের ক্যামেরা এবং সেন্সর ব্যবহার করে। আর তার মাধ্যমেই সম্ভাব্য গোপন ডিভাইস চিহ্নিত করতে পারে। এই অ্যাপসগুলো ইনফ্রারেড লাইট, ম্যাগনেটিক ফিল্ড এবং অস্বাভাবিক সিগন্যাল স্ক্যান করতে পারে। যা গোপন ক্যামেরা চিহ্নিত করতে সহায়ক।
সন্দেহজনক ডিভাইসের জন্য ওয়াইফাই নেটওয়ার্ক পরীক্ষা
একাধিক ওয়্যারলেস হিডেন ক্যামেরা ফুটেজ ট্রান্সমিট করার জন্য ওয়াই-ফাই নেটওয়ার্কে কানেক্ট করে।
১. ফোনের ওয়াই-ফাই সেটিংস খুলতে হবে এবং কানেক্টেড ডিভাইসের লিস্ট দেখতে হবে।
২. অপরিচিত ডিভাইসের নাম খুঁজতে হবে।
৩. এবার ঘরে কানেক্টেড ডিভাইসের জন্য ব্লুটুথ ব্যবহার করতে পারেন ব্যবহারকারীরা।
৪. সন্দেহজনক ডিভাইস পাওয়া গেলে হোটেল ম্যানেজমেন্ট অথবা স্থানীয় প্রশাসনকে জানাতে হবে।
এজেড