শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

শ্বশুরের প্রভাব খাঁটিয়ে দলে ঢোকার অভিযোগ নিয়ে যা বললেন শাদাব খান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫, ১২:২৩ পিএম

শেয়ার করুন:

শ্বশুরের প্রভাব খাঁটিয়ে দলে ঢোকার অভিযোগ নিয়ে যা বললেন শাদাব খান

পাকিস্তান ক্রিকেট দলে নানা রকমের নাটকীয়তা। বিভিন্ন সময়েই ক্রিকেটারদের নিয়ে নানা রকম অভিযোগের কথাও শোনা যায়, তেমনি এক অভিযোগ আছে শাদাব খানকে নিয়েও। এই লেগ স্পিনার দলে জায়গা পান শ্বশুর সাকলায়েন মুশতাকের প্রভাবে, এমন অভিযোগ অনেকেরই। শাদাব নিজেও এমন কথা শুনেছেন। আর এই অভিযোগ শুনতে শুনতে অতিষ্ঠই হয়ে পড়েছেন তিনি। এবার তাই প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানি এই স্পিনার।

পাকিস্তানের কিংবদন্তি স্পিনারদের একজন সাকলায়েন মুশতাক। এক সময় তিনি দেশটির প্রধান কোচের দায়িত্বও সামলেছেন। এমনকি দেশটির ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গেও যুক্ত আছেন তিনি। তবে সাকলায়েনের কাছ থেকে কোনো বিশেষ সুবিধা নেন না বলেই জানিয়েছেন শাদাব।


বিজ্ঞাপন


পাকিস্তানের এক সংবাদমাধ্যমে শাদাব বলেন, ‘এমন কথা শোনা হতাশার ও কষ্টের; কারণ, আমার ক্যারিয়ারের বয়স সাত বছর। পাকিস্তানের হয়ে অভিষেকের পর আমি ভালো কিছু পারফরম্যান্সও করেছি। হ্যাঁ, আমি সাকলায়েন মুশতাকের কাছ থেকে অনেক কিছুই শিখছি; কারণ, তার কোচিং ব্যাকগ্রাউন্ড শক্তিশালী। কিন্তু তার মানে এই না, তিনি আমাকে বিশেষ সুবিধা দিচ্ছেন।’

সাকলায়েন তার শ্বশুর হলেও কোনো বাড়তি সুবিধা নেননি। তবে তার সঙ্গে বোলিং নিয়ে কাজ করেন শাদাব। তিনি বলেন, ‘সাকলায়েন মুশতাকের সঙ্গে সংশ্লিষ্টতা যখন বারবার সামনে টেনে আনা হয়, তখন কষ্ট লাগে। শ্বশুরের সঙ্গে কাজ করে আমি নিজের বোলিং আরও ভালো করার চেষ্টা করছি। কারণ, ব্যাটারের চেয়ে বোলার হিসেবে আমি দলের জন্য নিজেকে বেশি উপকারী মনে করি।’

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন শাদাব। টুর্নামেন্ট থেকে পাকিস্তানের বিদায়ের পর আবার দলের বাইরে চলে যান এই লেগি। তবে গত নিউজিল্যান্ড সফর দিয়ে আবার দলে ধোকেন তিনি। কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৫ ম্যাচে ১৪৩ রান দিয়ে ১ উইকেট নেন তিনি, ব্যাট হাতে করেন ৪ ইনিংসে ২৮ রান।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর