শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

বহু সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ইসরায়েলি হ্যাকারদের হানা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৪ এএম

শেয়ার করুন:

loading/img

বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে হ্যাকাররা হানা দিয়েছে। হোয়াটসঅ্যাপের একাধিক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেছে ইজরায়েলি স্পাইওয়্যার কোম্পানি প্যারাগন সলিউশন। এমনই বিস্ফোরক অভিযোগ করেছে মেটা। এর মধ্যে বহু সাংবাদিক এবং সমাজকর্মীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও রয়েছে।

মেটার এক কর্তা জানিয়েছেন, হ্যাকিংয়ের চেষ্টার ঘটনা সামনে আসার পরই প্যারাগন সলিউশনের কাছে ‘সিজ-অ্যান্ড-ডিসিস্টের’ (হ্যাক থেকে বিরত থাকার বার্তা) চিঠি পাঠিয়েছে হোয়াটসঅ্যাপ। 


বিজ্ঞাপন


আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ইউজারদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে আপ্রাণ চেষ্টা করবে সংস্থা।’

অবশ্য প্যারাগন সলিউশন এই নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

ap[

সংবাদ সংস্থা রয়টার্সকে মেটার ওই কর্তা বলছেন, ৯০ জনকে টার্গেট করা হয়েছিল। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। তিনি জানিয়েছেন, যাদের অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা হয়েছে তাঁরা ২৪টি আলাদা আলাদা দেশের বাসিন্দা। এর মধ্যে কয়েকজন ইউরোপেও থাকেন।


বিজ্ঞাপন


মেটা কর্তার দাবি, এদের কাছে ক্ষতিকর ইলেকট্রনিক ডকুমেন্ট পাঠানো হয়েছিল। এতে ইউজারকে কোনও লিঙ্কে ক্লিক করতে হয় না। ডাউনলোড করতে হয় না কোনও অ্যাপও। শুধু ডকুমেন্ট পাঠিয়ে দিলেই হল। তিনি জানতেও পারবেন না কখন তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে। একে বলা হয় ‘জিরো ক্লিক’ সাইবার হামলা।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: বদলে যাবে মেসেজিংয়ের অভিজ্ঞতা

তিনি আরও জানিয়েছেন, ইজরায়েলি স্পাইওয়্যার কোম্পানির হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে হোয়াটসঅ্যাপ। যাদের টার্গেট করা হয়েছিল, তাদের অ্যাকাউন্ট কানাডার ইন্টারনেট ওয়াচডগ গ্রুপ সিটিজেন ল্যাবে পাঠানো হবে। তবে প্যারাগন সলিউশনই যে হামলা চালিয়েছে সেটা মেটা কীভাবে জানল, সে সম্পর্কে কিছু বলতে রাজি হননি তিনি।

app

সিটিজেন ল্যাবের গবেষক জন স্কট রেলটন বলেছেন, হোয়াটসঅ্যাপে প্যারাগন স্পাইওয়্যারের হামলার চেষ্টা থেকে বোঝা যায়, ভাড়াটে স্পাইওয়্যারের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এর ফলে আগামী দিনে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

স্পাইওয়্যার বিক্রেতা প্যারাগন বিভিন্ন দেশের সরকারের কাছে অত্যাধুনিক নজরদারি সফটওয়্যার বিক্রি করে। অপরাধ দমন এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় এই সফটওয়্যার কাজে লাগে বলে দাবি সংস্থার। তবে বিশেষজ্ঞরা বলেন, এই সব স্পাইওয়্যার কারও অ্যাকাউন্ট হ্যাক করার জন্যই ব্যবহার করা হয়।

wthsap

আগেও বিভিন্ন দেশের সাংবাদিক, সমাজকর্মী এবং বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ফোন হ্যাক করার চেষ্টার অভিযোগ উঠেছে। অনেকেই এই নিয়ে উদ্বিগ্ন। 

অ্যাক্সেস নাউ-এর সিনিয়র টেক লিগ্যাল কাউন্সেল নাতালিয়া ক্রাপিভা বলেছেন, ‘প্যারাগনকে আগে ভালো স্পাইওয়্যার কোম্পানি হিসেবে দেখা হতো, কিন্তু হোয়াটসঅ্যাপের সঙ্গে এই ঘটনার পর সবকিছু উল্টা মনে হচ্ছে।’

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন