অ্যানড্রয়েড ফোনে অজানা কলারকে শনাক্ত করার জন্য অনেকেই ট্রুকলার অ্যাপ ব্যবহার করেন। এবার আইফোনের জন্য লাইভ কলার আইডি চালু করল ট্রুকলার। ফলে কলার আইডি শনাক্ত এবং স্প্যাম ব্লক করার সুবিধা পাবেন অ্যাপলের আইওএস ব্যবহারকারীরা। এতদিন কেবলমাত্র অ্যানড্রয়েড ব্যবহারকারীরা এই সুবিধা পেতেন ৷
অ্যানড্রয়েড ফোনের পরেই পৃথিবীতে আইফোনের অবস্থান। সেই সমস্ত ব্যবহারকারীর কথা ভেবেই এবার আইওএস অ্যাপের জন্য ট্রুকলার আপডেট করা হয়েছে ৷
বিজ্ঞাপন
ট্রুকলারের পক্ষ থেকে বলা হয়েছে, এটি সম্ভব হয়েছে অ্যাপলের লাইভ কলার আইডি লুকআপ ফ্রেমওয়ার্কের জন্য, বিশেষ করে ট্রুকলারের মতো অ্যাপসগুলোর গোপনীয়তা বজায় রাখে ৷ সেজন্যই লাইভ কলার আইডি উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ৷
কোম্পানি জানিয়েছে, এপিআই অত্যাধুনিক হোমোমরফিক এনক্রিপশন ব্যবহার করা হয়েছে নতুন আপডেটে ৷
ট্রুকলার হল বিশ্বের প্রথম কলার আইডি যেটা গ্রাহকদের প্রথম পছন্দের ৷ আইফোনে ট্রুকলার ব্যবহারের সুবিধা দিতে পেরে উচ্ছসিত সংস্থাটি ৷
বিজ্ঞাপন
আরও পড়ুন: কম দামের আইফোন আনছে অ্যাপল
ট্রুকলারের সিইও রিশিত ঝুনঝুনওয়ালা উল্লেখ করেন, আইফোন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ৷ তাদেরও রিয়েল টাইম-এর সুবিধা দিতেই ট্রু কলারে এই আপডেট করা হয়েছে ৷ ট্রুকলারের নতুন আপডেটেড ভার্সন অ্যানড্রয়েড ব্যবহারের পাশাপাশি আইওএস-এ চলবে ৷ এই আপডেটটি সমস্ত গোপনীয়তা বজায় রাখবে ৷
আইওএসে কলার আইডি শনাক্তকরণ
আইওএস ব্যবহারকারীরাও ট্রুকলারের জন্য লাইভ কলার আইডি ব্যবহার করতে পারবেন ৷ আইফোন ব্যবহারকারীদের সহজ হবে স্প্যাম কল শনাক্তকরণ ৷ ট্রুকলারের নতুন ১৪.০ সংস্করণে এই সুবিধা থাকবে ৷ আইওএস ১৮.২ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা ট্রুকলারের এই আপডেটেড ভরসনের সুবিধা পাবেন ৷ এবার জেনে নেওয়া যাক কীভাবে এটি ব্যবহার করবেন ৷
আইফোন সেটিংস খুলতে হবে
অ্যাপস > ফোন > কল ব্লকিং এবং আইডেন্টিফিকেশন অপশনে যেতে হবে
Truecaller সুইচ সক্রিয় করতে হবে
লাইভ কলার আইডি ফাংশন অ্যাক্টিভ করে Truecaller অ্যাপটি আবার ওপেন করতে হবে
উল্লেখযোগ্যভাবে, এই সুবিধা কেবলমাত্র ট্রুকলার প্রিমিয়াম ব্যবহারকারীরা পাবেন। আইওএসে বিনামূল্যে ট্রুকলার ব্যবহারকারীরা শুধুমাত্র বিজ্ঞাপন-সম্পর্কিত নম্বর চিহ্নিত করতে পারবেন ৷
স্প্যাম কল অটো ব্লকিং
ট্রুকলারের সর্বশেষ আপডেটে আইওএস ব্যবহারকারীদের জন্য স্প্যাম কল ব্লক করার সুবিধাও রয়েছে। নতুন কলার আইডির মতোই, স্প্যাম-ব্লকিং করতে পারবেন ৷
এজেড