নতুন চকচকে একটি ফোন কিনে ঘরে আনার পর প্রথমেই যে কথাটি মনে আসে তা হলো কতক্ষণ চার্জ দিতে হবে? এমনকি ফোন কেনার পরপরই বিক্রেতার কাছে অনেকেই জানতে চান চার্জিং টাইম সম্পর্কে। অনেকেরই এই বিষয়ে স্পষ্ট ধারণা নেই। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
আমাদের প্রায় সবার মাঝে একটি ধারনা প্রচলিত আছে, প্রথমবার ৮-১০ ঘণ্টা চার্জ দিতে হয়। ফলে একটি নতুন মোবাইল ফোন ক্রয়ের পর আমরা সাধারণত ৮ থেকে ১০ ঘণ্টা চার্জ দিয়ে থাকি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: শীতে রুম হিটার চালানোর সময় এই ভুলগুলো করলে দুর্ঘটনা ঘটতে পারে
এই পদ্ধতি নিকেল ব্যাটারির যুগে কিছুটা কার্যকর ছিলো। তবে বর্তমানে এর সঠিক কোন ভিত্তি নেই। সময় পাল্টেছে তবে সেই আগের নিয়মগুলো এখনও প্রচলিত রয়ে গেছে।
বর্তমানে মোবাইল ফোনগুলোতে সাধারনত লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে যা প্রথমবার ব্যবহারের বেলায় ৮-১০ ঘণ্টা চার্জ দেয়ার প্রয়োজন নেই।
বিজ্ঞাপন
নতুন মোবাইল ফোন কেনার পর প্রথম বার কতক্ষন চার্জ দেবেন?
বর্তমানে বেশিরভাগ মোবাইল উৎপাদনকারি প্রতিষ্ঠানই মোবাইল তৈরি করে বাজারে ছাড়ার সময় ৫০% থেকে ৬০% এর মত চার্জ দিয়ে বাজারে ছাড়ে। তাই যেহেতু একটি নতুন মোবাইলে ইতিমধ্যে ৫০%-৬০% চার্জ রয়েছে সেহেতু এটিকে কিনে এনে আবার চার্জ দেওয়ার প্রয়োজন নেই।
নতুন ফোন কিনে এনে কিছু সময় ব্যবহার করুন। এরপর ফোনের চার্জ যখন ২০% এর কাছাকাছি চলে আসবে তখন চার্জে লাগিয়ে একটানা সম্পূর্ণ চার্জ করুন।
এজেড