মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ঢাকা

হ্যান্ডস-অন রিভিউ

মিনি ইউপিএস: বিদ্যুৎ গেলেও চালু থাকবে ওয়াইফাই সিগন্যাল

আসাদুজ্জামান লিমন
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৪, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

power guard mini ups

ফোনে ইন্টারনেট ব্যবহার করেন না এমন লোক খুঁজে পাওয়া কঠিন। ইন্টারনেটের জন্য বেশিরভাগ মানুষ ওয়াইফাই সিগন্যালে ভরসা রাখেন। শহর ছাঁপিয়ে গ্রামেও পৌঁছে গেছে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা। এজন্য প্রয়োজন হয় রাইটার। যা ক্যাবল থেকে আসা ব্রডব্যান্ড নেটওয়ার্ককে ওয়াইফাই সিগন্যালে রূপান্তর করে।

দুঃখের বিষয় হচ্ছে, বিদ্যুৎ চলে গেলে রাউটার বন্ধ হয়ে যায়। তখন ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট পাওয়া যায় না। এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটি পাওয়ার গার্ড ব্র্যান্ডের মিনি ইউপিএস নিয়ে এসেছে। মডেল পাওয়ার গার্ড ইকো-৪৩০-প্রো। 


বিজ্ঞাপন


416974897_3177827882512972_448679039530059231_n

ছোট আকারের এই ইউপিএস দিয়ে লোডশেডিংয়ের সময়ও ওয়াইফাই রাউটার, অনু চালু রাখা যাবে। শুধু রাউটারই নয়, এই মিনি ইউপিএস দিয়ে চালানো যাবে সিসিটিভি ক্যামেরাও। ফলে আপনার বাসা-বাড়ির ইন্টারনেট সংযোগ ও নিরাপত্তা ২৪ ঘণ্টাই সচল রাখা যাবে। 

গার্ড ইকো-৪৩০-প্রো মডেলের মিনি ইউপিএসটি দেখতে যেমন সুন্দর। তেমনি হালকা। ফলে সহজে বহনযোগ্য। 

417099926_902598271356733_7988184199098259384_n


বিজ্ঞাপন


নির্মাতা কোম্পানির ভাষ্য অনুযায়ী, মাল্টিফাংশন ডিসি ইউপিএস দিয়ে চালানো যাবে রাউটার, অনু, সিসিটিভি ক্যামেরা। চার্জ দেওয়া যাবে মোবাইল ফোন, ডিএসএলআর ক্যামেরা। এছাড়াও চালানো যাবে পিওই সেন্সর, আইপ্যাড, টাইম রেকর্ডার এবং পিএসপি। 

মিনি ইউপিএসটি সুন্দর একটি বক্সে ক্রেতারা কিনতে পারবেন। চৌকো এই বক্সটিতে ইউপিএসসহ বেশ কিছু এক্সেসরিজ পাবেন। ব্যাটারিসহ পাওয়ার প্যাকটি পলিথিনে মোড়ানো থাকে। সঙ্গে পাবেন ২ ফিটের একটি এসি পোর্ট। যা দিয়ে আইপিএসটি ২২০ ভোল্টের পাওয়ার সোর্স থেকে বিদ্যুৎ নেবে। এছাড়াও আছে দুই পোর্টের ডিসি জ্যাক। যা দিয়ে আপনি রাউটার এবং অনু চালাতে পারবেন। এছাড়াও বক্সে একটি মেন্যুয়াল দেওয়া আছে। যা পড়ে এই ডিভাইসের ব্যবহারবিধি জানতে পারবেন। 

417191797_1086621189132478_7920161055372731710_n

এবার ডিভাইসটির কথায় আসা যাক। পাওয়ার গার্ডের তৈরি এই মিনি ইউপিএস অন অফ করার জন্য একটি পাওয়ার সুইচ রয়েছে। যা নরম রাবারের কোটিং দেওয়া। ফলে আলতো চাপেই অন-অফ করা যাবে। একটি এলইডি স্ট্যাটাসবারের মাধ্যমে এটি চালু আছে কিনা তা জানিয়ে দেয়। এছাড়াও এই এলইডি লাইট নির্দেশ করে ডিভাইসটি চার্জে রয়েছে কি না, লোড নিচ্ছে কিনা।

এবার আসা যাক এর আরেকটি দুর্দান্ত ফিচার সম্পর্কে- পাওয়ার ব্যাংকের মতোই এতে চার্জিং ইন্ডিকেটর রয়েছে। চারটি ধাপে এলইডি লাইটের মাধ্যমে ২৫ থেকে ১০০ শতাংশ চার্জ লেভেল প্রদর্শন করে। ফলে বিদ্যুৎ গেলে ডিভাইস আর কতক্ষণ ব্যাকআপ দেবে সে সম্পর্কে ধারণা মিলবে। 

416946316_887793070015177_8414167030475353788_n

এছাড়াও এটি ইউএসবি ক্যাবলের মাধ্যমে পাওয়ার ব্যাংক হিসেবেও ফোন, ক্যামেরা, আইপ্যাডসহ ছোটখাটো ডিভাইস চার্জ দেওয়া যাবে।

পাওয়ার গার্ডের তৈরি ইকো-৪৩০-প্রো মডেলটি হালকা-পাতলা হলেও এর বিল্ড কোয়ালিটি চমৎকার। শক্ত প্লাস্টিক দিয়ে এর খোলস তৈরি করা হয়েছে। এর ভেতরের উপাদানগুলো গরম হলে সেই গরম বাতাস বাইরে বের করার জন্য ভেন্টিলেটরের ব্যবস্থা রেখেছে পাওয়ার গার্ড কোম্পানি।

416977783_435981792087426_9189784467101342386_n

পোর্টেবল এই ইউপিএসটি ইনপুট নেবে ২২০ ভোল্ট এসি কারেন্ট থেকে। এজন্য রয়েছে দুই ফুটের এসি পোর্ট। যা বেশ শক্তপোক্ত। অন্যদিকে রাউটার, ক্যামেরা, অনু কিংবা সিসিটিভি ক্যামেরা চালানোর জন্য আউটপুটের জন্য দেওয়া হয়েছে ১২, ৯ ও ৫ ভোল্টের তিনটি ডিসি পোর্ট এবং ক্যাবল। এছাড়াও আছে পিওই জ্যাক এবং ল্যান পোর্ট।

আরও পড়ুন: বিদ্যুৎ গেলেও চলবে ওয়াইফাই রাউটার-সিসি ক্যামেরা

এই ডিভাইসটির আরেকটি চমৎকার ফিচার হলো এটি ১৫ ভোল্ট ও ২৪ সিলেক্ট করা যায়। আছে ইউপিএসটি রিসেট করার জন্য রিসেট বাটনও। যা সাধারণ মিনি ইউপিএসে দেখা যায় না। 

416977783_1108854486950804_9055314617490734295_n

কোম্পানি দাবি অনুযায়ী এই প্রযুক্তিপণ্যে দেওয়া রয়েছে বিল্টইন হাই-ক্যাপাসিটি লিথিয়াম ব্যাটারি। যা ৮০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। ফলে দীর্ঘক্ষণ ব্যাকআপ পাওয়া যাবে। এর  মাইক্রোপ্রসেসর কন্ট্রোলার নিশ্চয়তা দিচ্ছে দীর্ঘস্থায়ীত্বের। এতে ওভারলোড এবং শর্ট সার্কিট প্রটেকশন রয়েছে। 

417108304_1712078549285722_1442796765245588450_n

বক্সে দেওয়া দেওয়া ম্যানুয়াল অনুযায়ী, পাওয়ার গার্ডের এই মিনি ইউপিএস রাউটার, অনু, সিসিটিভিসহ অন্যান্য পোর্টেবল ডিভাইসের সঙ্গে কানেক্ট করার আগে ফুল চার্জ করে নিয়ে অন করতে হবে। ডিভাইসটি ফুল চার্জ হলে স্ট্যাটাস ইন্ডিকেটরে সবুজ বাতি জ্বলে। 

বাংলাদেশের বাজারে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড পাওয়ার গার্ডের এই মিনি ইউপিএসের অনুমোদিত পরিবেশক। এর বাজারদর ৩৩০০ টাকা। সঙ্গে মিলবে একবছরে ওয়ারেন্টি। ডিভাইসটি কেনার লিংক

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর