মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ঢাকা

এসব শুনতে ভালো লাগে না- ম্যানইউকে জেতানোর পর বললেন ফার্নান্দেজ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫, ১১:৪০ এএম

শেয়ার করুন:

এসব শুনতে ভালো লাগে না- ম্যানইউকে জেতানোর পর বললেন ফার্নান্দেজ 

ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানায় বদল এসেছে ঠিকই, তবে রেড ডেভিলদের পারফর্ম্যান্সে তেমন কোনো পরিবর্তনই আসেনি। রুবেন আমোরিমের অধীনেও ধুঁকছে ম্যানইউ, অবনমনের শঙ্কায়ও আছে দলটি। এমন অবস্থায় ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক এবং ইনেওসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার জিম র‍্যাটক্লিফের একটি মন্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছিল।

র‍্যাটক্লিফ ম্যানইউয়ের মালিকানায় আসার আগেই অনেক ফুটবলারের সঙ্গে চুক্তি করেছিল ক্লাবটি। র‍্যাতক্লিফ তার মন্তব্যে জানিয়েছিলেন, ক্লাবটির কিছু ফুটবলার অতিরিক্ত বেতন পান। তার এমন মন্তব্য নিয়ে শুরু হয় আলোচনা।


বিজ্ঞাপন


এদিকে ইউরোপা লিগের শেষ ষোলোর ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে হারিয়েছে ম্যানইউ। দ্বিতীয় লেগের ম্যাচে দারুণ এক হ্যাটট্রিক করেছেন ব্রুনো ফার্নান্দেজ। তার দুর্দান্ত পারফর্ম্যান্সের সুবাদেই দুই লেগ মিলিয়ে ৫–২ গোলের জয়ে শেষ আটে খেলা নিশ্চিত করেছে ম্যানইউ।

এদিকে দুর্দান্ত এক হ্যাটট্রিকে দলকে জেতানোর পর র‍্যাটক্লিফের মন্তব্য নিয়ে কথা বলেছেন ফার্নান্দেজ। পর্তুগীজ এই ফুটবলার বলেন, ‘আমাদেরকে প্রতিটি অনুশীলনে, প্রতিটি ম্যাচে নিজেদের প্রমাণ করতে হয়। ক্লাবে আমরা আরামে থাকি না। আপনারা জানেন এখানে মানটা অনেক উঁচুতে। সংবাদমাধ্যম এবং সব জায়গা থেকে আপনি অনেক মনোযোগ পান। আপনাকে বুঝতে হবে যে মাঝেমধ্যে আপনাকে খেলায় পুরো মনোযোাগ দিতে হবে। নিজের উন্নতির চেষ্টা করতে হয়। এমন অবস্থায় নিশ্চিতভাবে এ ধরনের কথা শুনতে ভালো লাগে না।’

কোনো ফুটবলারই এ ধরনের আলোচনা পছন্দ করেন না জানিয়ে ফার্নান্দেজ আরও বলেন, ‘আমার মনে হয় না কোনো খেলোয়াড় সমালোচনা বা নিজেকে নিয়ে হওয়া এ ধরনের কথা শুনতে পছন্দ করে। যেখানে বলা হয় যে আপনি যথেষ্ট ভালো না বা আপনাকে অতিরিক্ত বেতন দেওয়া হচ্ছে কিংবা অন্য কিছু। প্রত্যেকের নিজস্ব চুক্তি আছে। আপনি যখন এখানে আসেন কিংবা নতুন চুক্তি করেন, তখন ক্লাব চুক্তির ব্যাপারে আপনার সঙ্গে একমত হয়। এখন ক্লাবের জন্য আপনি গুরুত্বপূর্ণ কি না, সেটা প্রমাণ করা দায়িত্ব আপনার।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর