ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ভরাডুবির পর নড়েচড়ে বসেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান-নাসিম শাহকে বাদ দিয়ে নতুনদের নিয়ে দল ঘোষণা করেছিল পিসিবি।
উদেশ্য ছিল টি-টোয়েন্টিতে ম্যান ইন গ্রিনদের নতুন যুগের শুরু করা। তবে প্রথম ম্যাচে ৯ উইকেটে হারের পর আজ দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে হারের দেখা পেয়েছে ম্যান ইন গ্রিনরা। তাতে সিরিজে ২-০তে এগিয়ে রইলো নিউজিল্যান্ড।
বিজ্ঞাপন
বৃষ্টিতে ২০ থেকে ম্যাচের ওভার কমে দাঁড়িয়েছিল ১৫তে। ওভার প্রতি ৯ রেটে পাকিস্তান করে ৯ উইকেটে ১৩৫ রান। প্রথম ম্যাচের চেয়ে উন্নতি হলেও জয়ের জন্য যথেষ্ট ছিল না সেটা। নিউজিল্যান্ড পায় ৫ উইকেটের জয়। তারা লক্ষ্যে পৌঁছে যায় ১১ বল হাতে রেখে।
পাকিস্তানের হয়ে অধিনায়ক সালমান আগা খেলেন ২৮ বলে ৪৬ রানের ইনিংস। এছাড়া শাদাব খান ১৪ বলে ২৬ আর শাহিন শাহ আফ্রিদি করেন ১৪ বলে ২২। ওপেনার হাসান নওয়াজ আউট হয়েছিলেন ০ রানে। অভিষেকের পর প্রথম দুই ম্যাচে ০ রানে আউট হওয়ার নজিরও গড়লেন তিনি।
জবাবে পঞ্চম ওভারেই দুই ওপেনার টেম সেইফার্ট ও ফিন অ্যালেন ৬৬ রানের জুটি গড়ে হাতের মুঠোয় আনেন ম্যাচটা। সেইফার্ট ২২ বলে ৪৫ আর অ্যালেন খেলেন ১৬ বলে ৩৮ রানের ইনিংস। বাকি কাজটা সারেন মিচেল। ১৬ বলে অপরাজিত ২১ রানের ইনিংস খেলে।