শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ঢাকা

পিএসএল খেলতে এনওসি চেয়েছেন নাহিদ, লিটন-রিশাদ খেলবেন?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ১১:৩৫ এএম

শেয়ার করুন:

পিএসএল খেলতে এনওসি চেয়েছেন নাহিদ

২০২৫ মৌসুমের পিএসএল খেলতে এনওসি চেয়েছেন নাহিদ রানা। এবারের পাকিস্তান সুপার লিগে তিন বাংলাদেশি ক্রিকেটার দল পেলেও এখন অবদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এনওসি চেয়ে আবেদন করেছেন তরুণ পেসার নাহিদ রানা।

টাইগার পেসার নাহিদ রানা প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়েছেন। তবে বাবর আজমদের পেশোয়ার জালমির হয়ে নাহিদ রানার পিএসএল খেলা নিয়ে আছে শঙ্কা। একই সময়ে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল।


বিজ্ঞাপন


এরপরও বিসিবির কাছে পিএসএল খেলতে চেয়ে আবেদন পত্র জমা দিয়েছেন নাহিদ রানা। পিএসএলের এবারের আসর শুরু হবে আগামী ১১ এপ্রিল। ৬ দলের টুর্নামেন্টের পর্দা নামবে ১৯ মে। নো অবজেকশন সার্টিফিকেট পেলে ঈদের পরপরই পাকিস্তানের উদ্দেশ্যে বিমানে বসবেন রানা। 

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে নাম লিখিয়েছিলেন ৩৯ বাংলাদেশি। দল পেয়েছেন তিনজন—নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। এদের মাঝে নাহিদ বিসিবির কাছে এনওসি (অনাপত্তি পত্র) চেয়েছেন। বাকি দুজন এখনও আবেদন করেননি। তবে বিসিবি সূত্র জানিয়েছে, বোর্ডের কাছে খুব দ্রুতই তারা আবেদন করবেন।

বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছেন, নাহিদ আবেদন করেছে। তবে আনুষ্ঠানিকতা সেরে এখনও আবেদন করেননি রিশাদ ও লিটন। তবে তারকা এই তিন ক্রিকেটারকে ছাড়তে বিসিবি কয়েকটি দিক ভাবছে।

২০২৫ পিএসএলের ড্রাফটে বাংলাদেশ থেকে দল পান তিন ক্রিকেটার—নাহিদ রানাকে নিয়েছে পেশোয়ার জালমি, লিটন দাসকে করাচি কিংস এবং রিশাদ হোসেনকে নিয়েছে লাহোর কালান্দার্স। জাতীয় দলের ব্যস্ততা ও স্বাস্থ্যগত কারণে বিসিবি যদি এই তিন ক্রিকেটারকে ছাড়পত্র না দেয় তাহলে বড় সুযোগ মিস করবেন তারা। 


বিজ্ঞাপন


গতকাল বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অব্শ্য তাদের খেলতে যাওয়ার ব্যাপারেই মত দিয়েছেন। টাইগার কাপ্তান বলেছেন, ‘আমার মনে হয়, এই ধরনের টুর্নামেন্টে খেলা উচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত। তবে এটা পুরোটা নির্ভর করবে ক্রিকেট বোর্ড, কোচ, অধিনায়ক—সবকিছুর ওপর।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর