বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘ভালো মৃত্যু’র নিদর্শনগুলো জেনে নিন

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২, ০২:০৩ পিএম

শেয়ার করুন:

loading/img

উত্তম মৃত্যু চেনার কিছু আলামত বর্ণনা করা হয়েছে হাদিসে। এসব নিদর্শনের মধ্যে কিছু শুধু মৃত্যুপথযাত্রী নিজে জানতে পারেন। আর কিছু অন্য মানুষের কাছেও পরিষ্কার হয়ে যায়।

মৃত্যুর সময় বান্দাকে যে সুসংবাদ দেওয়া হয় এ মর্মে সূরা হা মিম সাজদাহ’র ৩০ নম্বর আয়াতে এসেছে ‘নিশ্চয়ই যারা বলে— আমাদের পালনকর্তা আল্লাহ এবং এ কথার ওপর অটল থাকে, তাদের কাছে ফেরশতা এসে বলে— তোমরা ভয় পেয়ো না, চিন্তিত হয়ো না এবং প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো।’ বান্দার মৃত্যু উত্তম ছিল কিনা তা চেনার জন্য আলেমগণ কোরআন-হাদিসের আলোকে কিছু আলামত বর্ণনা করেছেন। চলুন জেনে নেওয়া যাক সেগুলো—


বিজ্ঞাপন


১. মৃত্যুর সময় কালেমা পাঠ

হাদিসে আছে— “যার সর্বশেষ কথা হবে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’, তিনি জান্নাতে প্রবেশ করবেন।” (সুনানে আবু দাউদ)

২. মৃত্যুর সময় কপালে ঘাম বের হওয়া

বুরাইদা বিন হাছিব (রাঃ) বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ (স.) বলেছেন, মুমিন কপালের ঘাম নিয়ে মৃত্যুবরণ করেন। (নাসায়ি, তিরমিযি, মুসনাদে আহমদ)


বিজ্ঞাপন


৩. জুমার দিনে বা রাতে মৃত্যুবরণ করা

রাসূলুল্লাহ (স.) ইরশাদ করেন, যারা জুমার দিনে বা রাতে মারা যান, আল্লাহ তাদেরকে কবর আযাব থেকে নাজাত দেন। (তিরমিযি, মুসনাদে আহমদ)

৪. ভালো কাজের উপর মৃত্যু বরণ

ভালো কাজ বলতে যেকোনো পূণ্যের কাজ। যেমন, কালিমার তিলাওয়াত, রোজা পালন, সাদকা করা ইত্যাদি। রাসূলুল্লাহ (স.) বলেন, আল্লাহ যদি কোনো বান্দার কল্যাণ চান, তাকে আসাল করেন। সাহাবায়ে কেরাম বলেন, আসাল কী? জবাবে তিনি বলেন, আল্লাহ তাআলা বান্দাকে বিশেষ একটি ভাল কাজ করার তাওফিক দেন এবং সেই আমলের উপর মৃত্যু ঘটান। (আহমাদ)

৫. জিহাদরত অবস্থায় মৃত্যু

এই মৃত্যুকে ইসলামি পরিভাষায় ‘হাকিকি শহীদ’ বলা হয়। এটি সর্বোত্তম মৃত্যু। কুরআনে তাদেরকে মৃত বলতে নিষেধ করা হয়েছে এবং বলা হয়েছে তারা জীবিকাপ্রাপ্ত। এ প্রসঙ্গে আল্লাহর বানী— `আর যারা আল্লাহর রাহে নিহত হয়, তাদেরকে কখনও মৃত মনে করো না, বরং তারা নিজেদের পালনকর্তার কাছে জীবিত ও জীবিকাপ্রাপ্ত।’ (সূরা আলে ইমরান ১৬৯)

এছাড়াও আরও কিছু মৃত্যু রয়েছে যেসব মৃত্যুকে ‘হুকমি শহীদ’ হিসেবে আখ্যায়িত করা হয়। অর্থাৎ তাদের মৃত্যুও শহিদী মৃত্যু হিসেবে পরিগণিত হবে। যেম—

ক. প্লেগ রোগে মৃত্যু

খ. যক্ষ্মা রোগে মৃত্যু

গ. পেটের অসুখ জনিত রোগে মৃত্যু

ঘ. মহিলাদের সন্তান প্রসবকালীন মৃত্যু

ঙ. আগুনে পুড়ে মৃত্যু

চ. পার্শ্বদেশের ব্যথায় মৃত্যু

ছ. পানিতে ডুবে মৃত্যু

জ. কোনো কিছুর ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে মৃত্যু

ঝ. সম্পদ জবর দখল থেকে রক্ষা করতে গিয়ে মৃত্যু

ঞ. নিজের ধর্ম, সম্পদ ও জীবন রক্ষা করতে গিয়ে মৃত্যু

ট. অত্যাচারী নেতার হাতে মৃত্যু

ঠ. আল্লাহর রাস্তায় প্রহরীর দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যু

এসব আলামত বা নিদর্শন ব্যক্তির ভাল মৃত্যুর সুসংবাদ দেয়। কিন্তু তা সত্ত্বেও নির্দিষ্টভাবে কারও ব্যাপারে এ নিশ্চয়তা দেওয়া যাবে না যে, তিনি জান্নাতি। শুধু রাসূল (স.) যাদের ব্যাপারে নিশ্চয়তা প্রদান করেছেন তারা ছাড়া। যেমন ইসলামের চার খলিফার ব্যাপারে তিনি নিশ্চয়তা প্রদান করেছেন। আল্লাহ আমাদের সকলকে ভাল মৃত্যু দান করুন। আমিন।

এমএ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub