রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

আল্লাহর সর্বাধিক প্রিয় ৪ জিকির

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪০ পিএম

শেয়ার করুন:

loading/img

সবসময় আল্লাহর জিকির করা মুমিনের বৈশিষ্ট্য। ঘুম থেকে ওঠার পর আবার ঘুমানো পর্যন্ত একজন মুমিনের জবানে জিকির লেগে থাকে। আল্লাহর যেকোনো ধরনের আনুগত্য ও ইবাদত, আল্লাহর নাম ও তাঁর গুণাবলীর উচ্চারণ, দোয়া, কোরআন তেলাওয়াত ও ধর্মীয় আলোচনা সবগুলোই আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত। কোরআন-হাদিসে বর্ণিত তাসবিহগুলোও জিকির হিসেবে গণ্য।

আল্লাহর জিকিরকে বলা হয় সব ইবাদতের রুহ। যারা আল্লাহর স্মরণ থেকে গাফেল তাদেরকে মৃতব্যক্তির সঙ্গে তুলনা করেছেন নবীজি (স.)। আবু মুসা আশয়ারি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেন, ‘যারা আল্লাহর জিকির করে এবং যারা আল্লাহর জিকির করে না, তাদের দৃষ্টান্ত জীবিত ও মৃত ব্যক্তির মতো।’ (সহিহ বুখারি: ৬৪০৭)


বিজ্ঞাপন


পবিত্র কোরআনে জিকিরবিমুখ ব্যক্তি সম্পর্কে ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি আমার স্মরণে বিমুখ থাকবে, অবশ্যই তার জীবনযাপন হবে সংকুচিত। আর তাকে কেয়ামতের দিন উঠাব অন্ধ করে।’ (সুরা ত্বহা: ১২৪)

আরও পড়ুন: সারাদিন ৬ জিকিরের অবিশ্বাস্য ফজিলত

বিভিন্ন হাদিসের কিতাবে ফজিলতপূর্ণ অনেক জিকিরের কথা বলা হয়েছে। এর মধ্যে চারটি জিকির আল্লাহর বেশি প্রিয়। সেগুলো হলো—
১. سُبْحَانَ الله উচ্চারণ: ‘সুবহানাল্লাহ’ অর্থ: ‘আল্লাহ মহাপবিত্র’।
২. اَلْحَمْدُ للهِ উচ্চারণ: ‘আলহামদুলিল্লাহ’ অর্থ: ‘সমস্ত প্রশংসা আল্লাহর’।
৩. لَا اِلَهَ اِلَّا الله উচ্চারণ: ‘লা ইলাহা ইল্লাল্লাহ’। অর্থ: ‘আল্লাহ ব্যাতিত কোন ইলাহ নাই’।
৪. اَللهُ اَكْبَر উচ্চারণ: ‘আল্লাহু আকবর’। অর্থ: ‘আল্লাহ মহান’।

আরও পড়ুন: ৪ আলামতে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন


বিজ্ঞাপন


সামুরা ইবনে জুনদুব (রা.) বলেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘আল্লাহর কাছে বেশি প্রিয় কালাম চারটি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার। এগুলোর যেকোনোটি দিয়ে তুমি শুরু করো, তাতে কোনো ক্ষতি নেই।’ (মুসলিম: ৫৪১৬)

জিকিরগুলো একসঙ্গে মিলিয়েও পড়া যায়। যেমন- সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর। আবার আলাদা আলাদা করেও পড়া যায়। আগপিছ করেও পড়া যায়। 

অন্য হাদিসে নবীজি (স.) বলেছেন, ‘সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পাঠ করা যা কিছুর উপর সূর্য উদিত হয়েছে সবকিছু থেকে আমার নিকট অধিক প্রিয়।’ (মুসলিম: ২৬৯৫)

আল্লাহ তাআলা আমাদের মর্যাদাপূর্ণ বাক্যগুলো বেশি বেশি পাঠ করার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub