বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যানবাহন সংকট, পায়ে হেঁটে ছুটছে মানুষ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ এএম

শেয়ার করুন:

যানবাহন সংকট, পায়ে হেঁটে ছুটছে মানুষ
যানবাহন সংকট, পায়ে হেঁটে ছুটছে মানুষ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা বেগম জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে সংসদ ভবন এলাকায়। আজ সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশের সড়কগুলো বন্ধ থাকায় পায়ে হেঁটে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ছুটছে মানুষ। তার জানাজায় অংশগ্রহণ এবং শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন অনেকে।

জানা গেছে, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংসহ অনেক জেলা থেকে মানুষ আসছে। অনেকে সেই ভোরেই এসে পৌঁছেছেন। এদের অনেকেই কালো ব্যাজ পরে এসেছেন।


বিজ্ঞাপন


খালেদা জিয়ার জানাজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। নিরাপত্তা বিবেচনায় খালেদা জিয়ার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের আশপাশে কোনও সাধারণ মানুষকে এখন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার ঘোষণা এসেছে সরকার থেকে।

এদিকে খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে নেয়া হয় তার ছেলে তারেক রহমানের গুলশানের বাসায়। সকাল সোয়া ৯টার দিকে ছেলের বাসায় পৌঁছায় বিএনপি নেত্রীর মরদেহ। এর আগে, সকাল ৮টা ৪০ মিনিটের দিকে জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজিং ভ্যানে তার মরদেহ হাসপাতাল থেকে বের করা হয়। 

টিএই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর