বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া মোটা দাগে পড়েছে দেশের সংস্কৃতি অঙ্গনে। শিল্পীদের সোশ্যাল হ্যান্ডেল ভারি হয়েছে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনকে হারানোর বেদনায়। অভিনেত্রী পরীমণিও আছেন এ তালিকায়।
নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে বেগম জিয়াকে নিয়ে পরীমণি লিখেছেন, তিনি চলে গেলেন..! তিনি সয়ে গেলেন, তিনি রয়ে গেলেন। তিনি এভাবেই থেকে গেলেন এই মানচিত্রে। বেগম খালেদা জিয়া আপনি জিতে গেলেন আসলে।
বিজ্ঞাপন
এর আগে ২৫ ডিসেম্বর তারেক রহমানকে নিয়ে পরীমণি লিখেছিলেন, “আজ এ দেশের মানুষ চায়…” যখন বললেন একদম শিরদাঁড়ায় এসে বিধল। কি যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারিদিকে! শান্তি নেমে আসুক সবার জীবনে আর কিছু চাওয়ার নেই।
অনেক দিন ধরে অসুস্থ ছিলেন খালেদা জিয়া। ভুগছিলেন শারীরিক বিভিন্ন জটিলতায়। এভার কেয়ার হাসপাতালে ছিলেন চিকিৎসাধীন। আজ ৩০ ডিসেম্বর সকাল ৬টায় সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এ নেত্রী।




































