সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

উচ্ছ্বাসের শেষ নেই বিএনপি নেতাকর্মীদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মে ২০২৫, ১২:০২ পিএম

শেয়ার করুন:

উচ্ছ্বাসের শেষ নেই বিএনপি নেতাকর্মীদের
পথে পথে ভিড় করেছেন বিএনপি নেতাকর্মীরা। ছবি: ঢাকা মেইল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে রাজধানীজুড়ে দেখা গেছে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উচ্ছ্বাস, স্লোগান আর শুভেচ্ছা বার্তা। দলীয় নেত্রীকে একনজর দেখতে এবং তাঁকে স্বাগত জানাতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী এসে জড়ো হন পূর্বনির্ধারিত পথঘাটে। একাধিক জায়গায় মিছিল, শোভাযাত্রা এবং নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে রাজধানী।

মঙ্গলবার (৬ মে) বেলা পৌনে ১১টার দিকে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে গুলশানে তাঁর বাসভবনে ফিরছেন। আর তাঁর আগমন ঘিরে দলের কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের হাজারো নেতাকর্মী রাস্তায় দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছেন।


বিজ্ঞাপন


গুলশান, বনানী, মহাখালী, মিরপুর, উত্তরাসহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দলীয় নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। কোথাও কোথাও রাস্তায় দাঁড়িয়ে তারা ‘মাদার অব ডেমোক্রেসি’ স্লোগানে আকাশ ভারী করে তোলেন। অনেকে খালেদা জিয়ার ছবি সম্বলিত টি-শার্ট, টুপি ও ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। একনজরে নেত্রীকে দেখতে ছুটে আসা কর্মীদের কণ্ঠে ছিল আবেগ।

BNP3

নেত্রীকে একনজর দেখতে দূর-দূরান্ত থেকে আসা অনেক কর্মী চোখে পানি নিয়ে বলছেন, ‘আমরা মা'কে দেখতে এসেছি। উনার জন্য দোয়া করি যেন তিনি সুস্থ থাকেন এবং আবার রাজপথে নেতৃত্ব দেন।’

চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, ময়মনসিংহ, বরিশাল, রংপুরসহ বিভিন্ন জেলা থেকে আসা শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।


বিজ্ঞাপন


বিএনপি কর্মী আসাদুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, ‘সকাল থেকেই অপেক্ষা করছি। আমার নেত্রীকে একবার শুধু দেখতে চাই।’

এদিকে খালেদা জিয়ার আগমনের খবর আগেই জানা থাকায় পুলিশ ও র‍্যাব সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গুলশান এলাকায় অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এমআই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর