সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দোহায় যাত্রাবিরতি শেষে ঢাকার পথে খালেদা জিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মে ২০২৫, ০৯:১৮ এএম

শেয়ার করুন:

khaleda zia air ambulance
এয়ার অ্যাম্বুলেন্সে দেশের পথে খালেদা জিয়া

লন্ডন থেকে ফেরার পথে দোহায় যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। মঙ্গলবার (০৬ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বিমানটির।

মিডিয়ার মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে দোহা থেকে বাংলাদেশের পথে রওনা হয়েছেন খালেদা জিয়া। এর আগে লন্ডন থেকে বাংলাদেশ সময় সোমবার রাত ৯টার পর রওনা দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মাঝে কাতারের দোহায় বিমানবন্দরে যাত্রা বিরতি দেন।


বিজ্ঞাপন


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সকালে ঢাকা মেইলকে বলেন, ‘বিএনপি চেয়ারপারসনকে বহন করা বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ সময় ভোর ৬ টা ৫ মিনিটে দোহা বিমান বন্দর রানওয়ে থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হয়েছে। আশা করি নির্ধারিত সময়ে বিমান ঢাকায় পৌঁছাবে।’

কাতার আমিরের দেওয়া রাজকীয় বিমানে খালেদা জিয়ারে সঙ্গে দেশে আসছেন তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। এর মধ্যে জুবাইদা রহমান প্রায় ১৭ বছর পর দেশে আসছেন।

আরও পড়ুন-

খালেদা জিয়াকে পথে পথে স্বাগত জানাবেন নেতাকর্মীরা

উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁর শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন। সেটিতেই তিনি লন্ডনে যান। কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সেই আবার লন্ডন থেকে দেশে ফিরছেন তিনি। সোমবার (৫ মে) স্থানীয় সময় দুপুরে (বাংলাদেশ সময় সন্ধ্যায়) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই ড্রাইভিং করে মা খালেদা জিয়াকে নিয়ে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা করেন। বিমানবন্দরে স্থানীয় নেতাকর্মীরা খালেদা জিয়াকে বিদায় জানান।


বিজ্ঞাপন


বিইউ/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর