রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

ডিআরইউতে হামলা, আটক ২

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫, ০৭:৫৮ পিএম

শেয়ার করুন:

loading/img
আহত জহির ও বাবুল।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যালয়ে করতোয়া কুরিয়ার সার্ভিসের কর্মীদের নেতৃত্বে লাঠিসোঁটা দিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ডিআরইউ’র ক্যান্টিনের তিন কর্মচারী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ।

শুক্রবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন— ডিআরইউ ক্যান্টিনের স্টাফ বাবুল, জহির ও রবিউল।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর ঢাকা মেইলকে বলেন, এ ঘটনায় জিয়ারুল নামে একজন প্রশাসনিক কর্মকর্তা এসেছেন। তিনি মামলা করেছেন। এখন পর্যন্ত দু’জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। তাদের ব্যাপারে যাচাই-বাছাই চলছে।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, করতোয়া কুরিয়ার সার্ভিসের এক কর্মচারী আব্দুর রহমানের নেতৃত্বে শতাধিক দুর্বৃত্ত লাঠিসোঁটা দিয়ে ডিআরইউ স্টাফদের ওপর হামলা করে। এসময় বাধা দিতে গেলে সিনিয়র সাংবাদিকরাও হামলার শিকার হন।

কেনো হামলা করা হয়েছে জানতে চাইলে আবু সালেহ আকন বলেন, এখানে (ডিআরইউ কার্যালয়) শুধু সাংবাদিকদের জন্য টিসিবির পণ্য ক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। সেখানে আগে থেকেই টোকেন দেওয়া হয়। এসব টোকেনের একটি কারও মাধ্যমে করতোয়া কুরিয়ার সার্ভিসের এক কর্মীর কাছে চলে গেছে। তারা এটাকে নকল করে ৫০টি টোকেন তৈরি করে টিসিবির পণ্য নিতে আসেন। এসময় আমাদের একজন স্টাফ বাবুল বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন। পরে তাদের এখানে আর পণ্য নিতে না আসার জন্য বলা হয়। সেই ক্ষোভ থেকে আজ পল্টনে করতোয়া কুরিয়ার অফিসের সামনে ডিআরইউ স্টাফ বাবুলকে মারধর করে। পরে তারা শতাধিক মানুষ নিয়ে ডিআরইউ কার্যালয়ে এসে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী নিরাপত্তাকর্মীরা জানান, সকাল ১১টার দিকে ডিআরইউতে আসার সময় করতোয়া কুরিয়ারের স্টাফরা বাবুলকে এক দফা মারধর করে। এর কিছুক্ষণ পর আরও শতাধিক ব্যক্তি লাঠিসোঁটা হাতে ডিআরইউ কার্যালয়ে এসে অন্য স্টাফদের ওপর হামলা চালায়। আশপাশের সাংবাদিকরা বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা করে দুর্বৃত্তরা।


বিজ্ঞাপন


শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, ‘ডিআরইউ স্টাফদের ওপর হামলা ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে।

এমআইকে/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর


News Hub