বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঈদের ষষ্ঠ দিনেও আগারগাঁও বিমানবাহিনী জাদুঘরে দর্শনার্থীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ০৬:১০ পিএম

শেয়ার করুন:

loading/img

ঈদের দীর্ঘ ৯ দিনের ছুটির আজ শনিবার (৫ এপ্রিল) শেষ দিন। ছুটিতে সবাই কমবেশি পরিবার নিয়ে ঘুরতে ভালোবাসেন। তাই ঈদের ছুটির শেষ দিনও উপভোগ করতে পরিবারসহ অনেকে আগারগাঁওয়ের বিমানবাহিনী জাদুঘরে গিয়েছেন। জাদুঘরের বিভিন্ন কর্ণার ও খেলার রাইডে অভিভাবকদের ভিড় ছিল লক্ষণীয়।

অভিভাবকরা জানান, তাদের বাচ্চারা বিমান দেখতে খুবই পছন্দ করে তাই ছুটিতে এখানে আসা। এছাড়া ঢাকার মধ্যে আগারগাঁও আসতে কোনো ধরনের ঝামেলা পোহাতে হয় না। সব মিলিয়ে জায়গা, পরিবেশ ও নিরাপত্তার দিক থেকে এই জাদুঘর ভালো।


বিজ্ঞাপন


সরেজমিনে জাদুঘর ঘুরে দেখা যায়, নানান প্রজাতির গাছ ও সবুজ ঘাস লাগিয়ে পুরো জাদুঘর সুন্দরভাবে সাজানো হয়েছে। বিমানসহ নানা ধরনের রাইড এই জাদুঘরের আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে। এখানে নিজস্ব পার্কিং ব্যবস্থা এবং বড় রেস্টুরেন্ট থাকার কারণে অনেকেই এই জাদুঘরে আসতে পছন্দ করেন।

Air-Museum

ঈদের ছুটিতে বাড়ি গিয়েছিলেন শামীম হাসান। শুক্রবার গ্রামের বাড়ি থেকে ঢাকা ফিরেছেন। তাই শনিবার পরিবার ও বাচ্চাদের নিয়ে এসেছেন বিমান বাহিনী জাদুঘরে। তিনি বলেন, আমার ছোট ছেলে আয়ান বিমান দেখতে খুবই পছন্দ করে। এয়ারপোর্টে নিয়ে গিয়ে বিমান দেখানো সম্ভব নয়; তাই এখানে আসা। এছাড়া বড় মেয়েও খোলা জায়গা পছন্দ করে। সব মিলিয়ে এই জাদুঘর আমাদের পছন্দের।

AMuseum


বিজ্ঞাপন


জেসমিন বেগম নামের একজন গৃহিণী মেয়েকে নিয়ে জাদুঘরে এসেছেন। তিনি বলেন, আমার মেয়ে খোলা জায়গা ও বিভিন্ন রাইডে উঠতে পছন্দ করে। ঈদের ছুটিতে একদিন গিয়েছিলাম চিড়িয়াখানায়। আর আজ এসেছি এখানে। এখানকার পরিবেশ ও নিরাপত্তা ভালো।

এএসএল/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub