বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ০৯:০৯ পিএম

শেয়ার করুন:

loading/img

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে আব্দুল কাদির ওরফে মানিক হত্যা মামলার অন্যতম আসামি আলমগীর হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। আলমগীর উত্তরখান থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক।

শুক্রবার (৪ এপ্রিল) রাতে উত্তরখান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।


বিজ্ঞাপন


উত্তরা পূর্ব থানা সূত্র জানায়, গত ৫ আগস্ট উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় রড সিমেন্ট দোকানের কর্মচারী আব্দুল কাদির ওরফে মানিক বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন। ওই সময় তার মাথায় গুলি লাগে। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার স্ত্রী রাহিমা আক্তার বাদী হয়ে গত বছরের ২৬ আগস্ট উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় আলমগীরকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত আলমগীর বৈষম্যবিরোধী আন্দোলন দমনে প্রত্যক্ষভাবে জড়িত ও আন্দোলন দমনে অর্থের যোগানদাতা ছিল। গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।

এমআইকে/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub