রাজধানীর বনানীতে পোশাকশ্রমিক পরিবহনে নিয়োজিত একটি বাস উল্টে অন্তত ৪২ জন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে ওই সড়কে যান চলাচল সাময়িক ব্যাহত হয়।
শুক্রবার (২৮ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে বনানী ওভারপাসের আগে পরিস্থান পরিবহনের একটি বাস এই দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি নিয়মিত ঢাকা থেকে গাজীপুরে শ্রমিক পরিবহন করত।
বিজ্ঞাপন
থানা পুলিশ জানায়, আহতদের অনেককে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার বলেন, পরিস্থান পরিবহনের একটি বাস আজ ভোরে বনানী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। বাসটি মূলত গার্মেন্টস শ্রমিকদের আনা নেওয়া করতো। গার্মেন্টস শ্রমিকদের নিয়ে বাসটি গাজীপুর যাচ্ছিল। এর মাঝখানে বনানীতে এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার আধাঘণ্টা পরই বাসটি সরিয়ে ফেলা সম্ভব হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ইএ