ট্রেনের টিকিট কালোবাজারীর সঙ্গে জড়িত এমন একটি চক্রের ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে তাদেরকে গ্রেফতার করা হয়। তবে তাদের নাম জানা যায়নি।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের মিডিয়া বিভাগ।
র্যাব-৩ জানায়, তাদেরকে দেশের বিভিন্ন গন্তব্যের ৩১৪টি আসনের ৮২টি টিকিট ও বিপুল মোবাইল সিমসহ গ্রেফতার করা হয়। এ বিষয়ে দুপুর ২টায় শাহজাহানপুরে ঝিলপাড়ে র্যাব-৩ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বিস্তারিত তুলে ধরা হবে।
এমআইকে/এএস