রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

যুক্তরাষ্ট্রে একাধিক ফ্ল্যাট-গাড়ি গোলাপের, কোটি কোটি টাকার সম্পদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ০৬:৫৪ পিএম

শেয়ার করুন:

loading/img

প্রায় সাড়ে ৬৮ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি আবদুস সোবহান মিয়া ওরফে গোলাপের বিরুদ্ধে মামলার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৯ মার্চ) এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, অনুসন্ধানে গোলাপের যুক্তরাষ্ট্রে একাধিক ফ্ল্যাট ও গাড়ির মালিক হওয়ার তথ্য মিলেছে। তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে সাড়ে ৬৮ কোটি টাকার। 


বিজ্ঞাপন


তিনি জানান, মো. আবদুস সোবহান মিয়া ওরফে গোলাপ সংসদ সদস্য (এমপি) হয়ে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স এ নয়টি ফ্ল্যাট ও বাড়ির মালিক হয়েছেন, যার মূল্যমান বাংলাদেশি টাকায় ৩২ কোটি টাকা (ওসিসিআরপি এর প্রতিবেদন মতে ৪ মিলিয়ন ইউএস ডলার)। এছাড়াও তার স্থাবর সম্পদের মূল্য ৩২ কোটি ৩৪ লাখ ২৭ হাজার ৯৬০ টাকা এবং ৩৭ কোটি ১৬ লাখ ৬৯ হাজার ৬৭ টাকার অস্থাবর সম্পদ এবং পারিবারিক ব্যয় ২৫ লাখ ৮২ হাজার ২৬৭ টাকাসহ সর্বমোট ৬৯ কোটি ৭৬ লাখ ৭৯ হাজার ২৯৪ টাকার সম্পদ অর্জন করেন।

আরও পড়ুন-

মো. আক্তার হোসেন বলেন, আবদুস সোবহান মিয়ার ৬৯ কোটি ৭৬ লাখ ৭৯ হাজার ২৯৪ টাকার সম্পদ অর্জনের বিপরীতে বৈধ ও গ্রহণযোগ্য আয় ১ কোটি ৪৪ লাখ ৩ হাজার ৬২৯ টাকা বিবেচনায় তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ ৬৮ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৬৬৫ টাকা।

তিনি বলেন, এই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করে তা দখলে রেখে এবং ৫১টি ব্যাংক হিসাবে মোট ৯৭ কোটি ৬৩ লাখ ২৩ হাজার ৩৮৮ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারার এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলা দায়েরের সুপারিশ করা হয়।


বিজ্ঞাপন


ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub