রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

মশক নিয়ন্ত্রণে ৬৪৫ মসজিদে ডিএসসিসির লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৪, ০২:৩৭ পিএম

শেয়ার করুন:

loading/img

মশক নিয়ন্ত্রণে দৈনন্দিন কার্যক্রমের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এলাকাধীন ৬৪৫টি মসজিদে জুমা'র নামাজের খুতবায় এডিস মশা প্রতিরোধে জনসচেতনতামূলক বার্তা ও মুসল্লিদের উদ্বুদ্ধ করতে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) ডিএসসিসির এলাকাধীন এসব মসজিদে এডিস প্রতিরোধে এ কার্যক্রম পরিচালনা করা হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন

ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছাড়াল, আক্রান্ত ৮০ হাজারের কাছাকাছি

রোববার (১৭ নভেম্বর) করপোরেশনের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। 

ডিএসসিসি জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়।

এছাড়া বিগত ১৩ ও ১৪ নভেম্বর তারিখে মোট ৫৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে "বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা" অভিযান পরিচালনা করা হয়। প্রতিদিন স্বাস্থ্য অধিদফতর প্রেরিত তালিকা অনুযায়ী ডেঙ্গু রোগীর আবাসস্থল ও চারপাশে বিশেষ লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রমের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা হয়েছে।
 
কারই/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub