রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

ইফতার আয়োজনে বম্বে টোস্ট

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ০৫:০০ পিএম

শেয়ার করুন:

loading/img

ইফতারে রোজ রোজ একই খাবার খেতে ভালো লাগে না। তাই ভিন্নতা আনতে বানাতে পারেন বম্বে টোস্ট। পাউরুটি দিয়ে তৈরি এই পদটি বানাতে সহজ। ছোট-বড় সবারই পছন্দের। কীভাবে তৈরি করবেন জানুন তার রেসিপি- 

উপকরণ 


বিজ্ঞাপন


পাউরুটি- ৬ পিস
ডিম- ৪টি 
কাঁচা মরিচ মিহি কুচি- ৪/৫টি 

toast1
পেঁয়াজ মিহি কুচি- ২টি 
ধনেপাতা কুচি- ২টি চামচ
লবণ- স্বাদমতো।
তেল- ভাজার জন্য 

toast2

প্রণালি 


বিজ্ঞাপন


লবণ দিয়ে পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনেপাতা কুচি ভালোভাবে মাখিয়ে নরম করে সাথে ডিম ভেঙে দিন। কাটা চামচ দিয়ে নেড়ে পেঁয়াজ মরিচের সাথে ডিম মিশিয়ে নিন। 

চুলায় প্যান বসিয়ে তাতে দিতে সামান্য তেল দিন। ১ পিস পাউরুটি ডিমের মিশ্রণে ডুবিয়ে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। চুলার আঁচ কমানো থাকবে। চা চামচ দিয়ে পেঁয়াজ মরিচসহ কিছুটা ডিমের মিশ্রণ পাউরুটির উপরে দিয়ে দিতে হবে। কিছুসময় পর উল্টিয়ে দিয়ে আবারও চা চামচ দিয়ে পেঁয়াজ মরিচসহ কিছুটা ডিমের মিশ্রণ পাউরুটির ওপর দিয়ে দিতে হবে। অল্প আঁচে ২/১বার উল্টিয়ে পাউরুটি সোনালি করে ভেজে নামিয়ে নিন। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub