যারা শহরে থাকেন তাদের বেশিরভাগই পানি বিশুদ্ধ করার জন্য বিভিন্ন কোম্পানির ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করেন। পানি পরিশুদ্ধ করতে আরও পিউরিফায়ারে ফিল্টার এবং মেমব্রেন থাকে। কিন্তু অনেকেই জানেন না, নির্দিষ্ট সময় অন্তর এগুলো পরিবর্তন করা প্রয়োজন। না হলে পানি পরিশোধন ক্ষমতা কমে যায়। আর দূষিত পানি পান করলে নানা রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু প্রশ্ন হল, আরও ফিল্টার কখন বদলানো উচিত?
বিজ্ঞাপন
কত দিন অন্তর পানির ফিল্টার বদলানো উচিত: বিশেষজ্ঞরা বলছেন, প্রতি ৬ থেকে ৮ মাস অন্তর একবার আরও ফিল্টার পরিবর্তন করতে হয়। কারণ পানির ময়লা এবং দূষিত উপাদান ফিল্টারের ওপর জমতে থাকে। ফলে কার্যক্ষমতা কমে যায়। ফিল্টার সময়মতো পরিবর্তন না করলে জলের গুণগত মান খারাপ হতে পারে।
আরও পড়ুন: স্টিল ও স্টেইনলেস স্টিলের মধ্যে রয়েছে তফাৎ, বুঝবেন যেভাবে
আরও পিউরিফায়ারে সাধারণত দুই ধরনের ফিল্টার থাকে। সেডিমেন্ট ফিল্টার এবং কার্বন ফিল্টার। দুটার কাজ আলাদা। সেডিমেন্ট ফিল্টার পানি থাকা ধুলা, ময়লা, মাটি এবং অন্যান্য বড় কণা পরিস্কার করে। অন্য দিকে, কার্বন ফিল্টারের কাজ হল, পানির মধ্যে থাকা ক্লোরিন এবং অন্যান্য ক্ষতিকর রাসয়নিক পদার্থ দূর করা। যাতে পানির স্বাদ এবং গুণমান উন্নত হয়।
বিজ্ঞাপন
ট্যাংক ও পাইপ পরিস্কার করাও জরুরি: আরও পিউরিফায়ারে কিন্তু শুধু ফিল্টার নেই। এটা ট্যাংক আর পাইপের সঙ্গেও যুক্ত থাকে। যত সময় গড়ায় ট্যাংক আর পাইপেও ময়লা জমে। পানির গুণমানেও এর প্রভাব পড়ে। তাই শুধু ফিল্টার বদলালে হবে না। ট্যাংক নিয়মিত পরিস্কার করাতে হবে। না হলে ব্যাকটেরিয়া বা ভাইরাস বাসা বাঁধতে পারে। এই সব কারণে প্রতি ৩ থেকে ৪ মাস অন্তর আরও ট্যাংক এবং পাইপ পরিস্কার করা জরুরি।
এজেড