শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

ডিম ভালো না নষ্ট বুঝবেন যেভাবে 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩, ০৫:১৮ পিএম

শেয়ার করুন:

loading/img

সকালের নাশতার উৎকৃষ্ট একটি উপাদান ডিম। একটি সেদ্ধ ডিম কিংবা পাউরুটির সঙ্গে ডিমের অমলেট হলেই জমে যায়। কেবল সকালের নাশতা নয়, ডিম দিয়ে ঝাল মিষ্টি বহু খাবারই তৈরি করা যায়। আর তাই অনেকেই বেশি করে ডিম মজুদ করেন। 

সমস্যা হলো যখন অমলেট করতে গিয়ে দেখা যায় ডিম পচা। বিরক্তির আর শেষ থাকে না তখন। সহজ কিছু ঘরোয়া পরীক্ষার মাধ্যমেই কিন্তু বের করে ফেলতে পারেন ডিম পচা না ভালো। চলুন বিস্তারিত জানা যাক- 


বিজ্ঞাপন


egg2

পানি পরীক্ষা 

একটি বড় পাত্রে পানি নিয়ে ডিমগুলো ডুবিয়েই কিন্তু সহজে বের করতে পারেন ডিম পচা কি না। ডিম ভালো হলে পাত্রের তলায় ডুবে থাকবে। আর যদি পচা হয় তাহলে পানির ওপর ভাসতে থাকবে। 


বিজ্ঞাপন


শব্দ পরীক্ষা

শব্দ শুনেও ডিম পরীক্ষা করা যায়। ডিমগুলো ঝাঁকিয়ে দেখুন তাজা কি না। যদি ডিম ঝাঁকানোর সময় কোনো শব্দ না হয় তবে বুঝবেন ডিম তাজা। আর যদি ঢক ঢক আওয়াজ হয় তবে বুঝবেন ডিম পচে গেছে। 

egg4

আলো পরীক্ষা 

আলোর মাধ্যমেও বোঝা যায় ডিম ভালো আছে কি না। আলোতে ধরলে যদি ডিমের ভিতর রিং-এর মতো আকার দেখতে পান, তবে বুঝতে হবে ডিমে পচন ধরতে শুরু হয়েছে। ডিমের ভেতর কোনো কালচে দাগ দেখা গেলেও সতর্ক হোন। 

কুসুম পরীক্ষা

অমলেট করার সময় সরাসরি প্যানে না দিয়ে আলাদা একটি বাটিতে ডিম নিন। যদি এর কুসুম ঘন থাকে তবে বুঝবেন ডিমটি ভালো থাকে। আর যদি কুসুমটি ছড়িয়ে যায় তবে বুঝবেন এই ডিম নষ্ট।

egg3

এছাড়াও ডিমের গন্ধের মাধ্যমে খুব সহজেই ভালো না নষ্ট তা বোঝা যায়। নষ্ট ডিম থেকে খুব বাজে গন্ধ বের হয়। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন