সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গরম মসলার গুঁড়া রান্নার শেষ পর্যায়ে যোগ করা হয় কেন? 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ০১:২৪ পিএম

শেয়ার করুন:

গরম মসলার গুঁড়া রান্নার শেষ পর্যায়ে যোগ করা হয় কেন? 

ভারতীয় উপমহাদেশের রন্ধনশিল্পের একটি বড় অস্ত্র মসলা। একেক মসলায় একেক ঘ্রাণ, একেক স্বাদ। মাংসজাতীয় রান্নায় ব্যবহার করা হয় গরম মসলা। রান্না শেষ পর্যায়ে এলে খানিকটা গরম মসলার গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়। 

সাধারণত দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোল মরিচ, শুকনা মরিচ, জিরার মতো কিছু মসলা একত্রে গুঁড়া করে গরম মসলা বানানো হয়। খেয়াল করে দেখবেন রান্নার শেষ পর্যায়ে এই মসলা তরকারিতে মেশানো হয়। কিন্তু কেন এমনটা করা হয়? কীভাবেই বা এই মসলা তৈরি করা হয়? জানুন এই প্রতিবেদনে- 


বিজ্ঞাপন


img_20240220_132908_7531306692270180975405

গরম মসলা কেন রান্নার শেষে যোগ করা হয়?

রান্নার শেষে গরম মসলা যোগ করার মূল কারণ, এর ফলে খাবারে মসলার সুগন্ধ ও স্বাদ অক্ষুণ্ণ থাকে। রান্নার শুরুতে গোটা মসলা যোগ করা হয়। এতে মসলার মিশ্রণটি অনেকক্ষণের জন্য উচ্চ তাপে থাকে। ফলে প্রয়োজনীয় তেল তৈরি হয় যা খাবারকে সুগন্ধযুক্ত এবং স্বাদযুক্ত করে তোলে। এতে খাবারের সামগ্রিক স্বাদ তৈরি হয়ে যায়। 

এরপর শেষ পর্যায়ে গরম মসলা দিলে রান্নায় নতুন করে সুগন্ধ যোগ হয়। ফলে খাবারটি সতেজ থাকে।


বিজ্ঞাপন


garam_masala1

গরম মসলার গুঁড়া কীভাবে ঘরে তৈরি করবেন? 

বাজারে গরম মসলার গুঁড়া কিনতে পাওয়া যায়। তবে আপনি চাইলে ঘরেও এটি তৈরি করতে পারেন। এর জন্য উপাদান আর পরিমাণ জানা থাকতে হবে। 

উপকরণ

ছোট এলাচ- ১২/১৫ টি
দারুচিনি- কয়েক টুকরা
জয়ফল- ছোট সাইজের ১টি
জয়ত্রী- ২ টুকরা
লবঙ্গ- আধা টেবিল চামচ

garam_masala2
তেজপাতা- ৩/৪টি
স্টার মসলা- ২টি
মৌরি- ১ টেবিল চামচ
আস্ত ধনিয়া- ২ টেবিল চামচ
জিরা- ২ টেবিল চামচ
শাহি জিরা- ১ টেবিল চামচ
কালো গোলমরিচ- ১ চা চামচ
শুকনা মরিচ- ৪টি

garam_masala3

প্রণালি 

সব মসলা একসঙ্গে মিশিয়ে তাওয়ায় দিয়ে দিন। মচমচে হয়ে গেলে গ্রাইন্ডারে গুঁড়া করে নিন। চুলায় গরম করার সময় সাবধানে গরম করবেন যেন পুড়ে না যায়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর