শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

কোন দেশের ওপর কত শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৫, ০৯:৩৫ এএম

শেয়ার করুন:

loading/img
ছবি: রয়টার্স।

মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা বেশিরভাগ পণ্যের ওপর ১০ শতাংশ ন্যূনতম শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া নির্দিষ্ট কিছু দেশের ওপর উচ্চতর শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২ এপ্রিল) ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় বুধবার দিনগত রাত ২টা) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি।


বিজ্ঞাপন


বিবিসি জানিয়েছে,  মার্কিন অর্থনীতি ‘পুনর্নির্মাণে সহায়তা’ করার জন্য ট্রাম্প অন্যান্য দেশের উপর ‘ন্যূনতম ১০ শতাংশ বেসলাইন শুল্ক’ ঘোষণা করেছেন। এটি আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। এছাড়া ৯ এপ্রিল থেকে নির্দিষ্ট কিছু দেশের উপর উচ্চতর শুল্ক আরোপ শুরু হবে।

শুল্ক আরোপের দিনটিকে যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক স্বাধীনতা দিবস’ অভিহিত করে ট্রাম্প বলেন, ‌‘কয়েক দশক ধরে আমাদের দেশকে দূরের ও কাছের বন্ধু ও শত্রু নির্বিশেষে বিভিন্ন দেশ লুট করেছে, লুণ্ঠন করেছে, ধর্ষণ করেছে এবং ধ্বংস করেছে। বিদেশি মেথররা আমাদের এক সময়ের সুন্দর আমেরিকান স্বপ্নকে ছিন্নভিন্ন করে ফেলেছে।’

ট্রাম্প বলেন, আজকের দিনকে আমেরিকান শিল্পের ‘পুনর্জন্ম’ এবং আমেরিকাকে ‘আবার সম্পদশালী’ করার দিন হিসেবে স্মরণ করা হবে। বাণিজ্যের ক্ষেত্রে কখনো ‘বন্ধু শত্রুর চেয়ে খারাপ হয়’।

নতুন শুল্ক তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর ১০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কর বসানো হয়েছে। নিচে কয়েকটি উল্লেখযোগ্য দেশের শুল্কহার তুলে ধরা হলো—


বিজ্ঞাপন


আলজেরিয়া – ৩০ শতাংশ
ওমান – ১০ শতাংশ
উরুগুয়ে – ১০ শতাংশ
বাহামাস – ১০ শতাংশ
লেসোথো – ৫০ শতাংশ
ইউক্রেন – ১০ শতাংশ
বাহরাইন – ১০ শতাংশ
কাতার – ১০ শতাংশ
মরিশাস – ৪০ শতাংশ
ফিজি – ৩২ শতাংশ
আইসল্যান্ড – ১০ শতাংশ
কেনিয়া – ১০ শতাংশ
লিচেনস্টাইন – ৩৭ শতাংশ
গায়ানা – ৩৮ শতাংশ
হাইতি – ১০ শতাংশ
বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা – ৩৫ শতাংশ
নাইজেরিয়া – ১৪ শতাংশ
নামিবিয়া – ২১ শতাংশ
ব্রুনাই – ২৪ শতাংশ
বলিভিয়া – ১০ শতাংশ
পানামা – ১০ শতাংশ
ভেনেজুয়েলা – ১৫ শতাংশ
নর্থ মেসিডোনিয়া – ৩৩ শতাংশ
ইথিওপিয়া – ১০ শতাংশ
ঘানা – ১০ শতাংশ
চীন – ৩৪ শতাংশ
ইউরোপীয় ইউনিয়ন – ২০ শতাংশ
ভিয়েতনাম – ৪৬ শতাংশ
তাইওয়ান – ৩২ শতাংশ
জাপান – ২৪ শতাংশ
ভারত – ২৬ শতাংশ
দক্ষিণ কোরিয়া – ২৫ শতাংশ
থাইল্যান্ড – ৩৬ শতাংশ
সুইজারল্যান্ড – ৩১ শতাংশ
ইন্দোনেশিয়া – ৩২ শতাংশ
মালয়েশিয়া – ২৪ শতাংশ
কম্বোডিয়া – ৪৯ শতাংশ
যুক্তরাজ্য – ১০ শতাংশ
দক্ষিণ আফ্রিকা – ৩০ শতাংশ
ব্রাজিল – ১০ শতাংশ
বাংলাদেশ – ৩৭ শতাংশ
সিঙ্গাপুর – ১০ শতাংশ
ইসরায়েল – ১৭ শতাংশ
ফিলিপাইন – ১৭ শতাংশ
চিলি – ১০ শতাংশ
অস্ট্রেলিয়া – ১০ শতাংশ
পাকিস্তান – ২৯ শতাংশ
তুরস্ক – ১০ শতাংশ
শ্রীলঙ্কা – ৪৪ শতাংশ
কলম্বিয়া – ১০ শতাংশ
পেরু – ১০ শতাংশ
নিকারাগুয়া – ১৮ শতাংশ
নরওয়ে – ১৫ শতাংশ
কোস্টা রিকা – ১০ শতাংশ
জর্ডান – ২০ শতাংশ
ডোমিনিকান রিপাবলিক – ১০ শতাংশ
সংযুক্ত আরব আমিরাত – ১০ শতাংশ
নিউজিল্যান্ড – ১০ শতাংশ
আর্জেন্টিনা – ১০ শতাংশ
ইকুয়েডর – ১০ শতাংশ
গুয়াতেমালা – ১০ শতাংশ
হন্ডুরাস – ১০ শতাংশ
মাদাগাস্কার – ৪৭ শতাংশ
মিয়ানমার – ৪৪ শতাংশ
তিউনিসিয়া – ২৮ শতাংশ
কাজাখস্তান – ২৭ শতাংশ
সার্বিয়া – ৩৭ শতাংশ
মিশর – ১০ শতাংশ
সৌদি আরব – ১০ শতাংশ
এল সালভাদর – ১০ শতাংশ
আইভরি কোস্ট (কোত দিভোয়ার) – ২১ শতাংশ
লাওস – ৪৮ শতাংশ
বতসোয়ানা – ৩৭ শতাংশ
ত্রিনিদাদ ও টোবাগো – ১০ শতাংশ
মরক্কো – ১০ শতাংশ

শুল্কারোপের পূর্ণাঙ্গ তালিকা দেখতে ক্লিক করুন

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর


News Hub