মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিমসটেক সম্মেলনে যোগ দিয়েছেন ড. ইউনূসসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানরা

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৫, ১০:১৫ এএম

শেয়ার করুন:

loading/img

থাইল্যান্ডের ব্যাংককে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল এন্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) এর ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ সদস্য দেশগুলোর সরকারপ্রধানরা।

শুক্রবার স্থানীয় সময় সকালে বিমসটেকের বর্তমান চেয়ারপারসন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনাওয়াত্রার ভাষণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়। 


বিজ্ঞাপন


এতে অংশ নিয়েছেন ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও বাংলাদেশের সরকার প্রধানরা। 

থাই প্রধানমন্ত্রীর ভাষণের পর সদস্য রাষ্ট্র ও সরকার প্রধানরা শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন।

এই শীর্ষ সম্মেলনের লক্ষ্য হলো সাতটি সদস্য রাষ্ট্রের মধ্যে সহযোগিতা জোরদার করা, যাতে একসঙ্গে নিরাপত্তা এবং উন্নয়নমূলক চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়।

আরও পড়ুন-

ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আজ

সম্মেলনে স্বাক্ষরের জন্য নির্ধারিত মূল চুক্তিগুলির মধ্যে রয়েছে- সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি, যা বঙ্গোপসাগর জুড়ে পণ্যসম্ভার এবং যাত্রী পরিবহন বৃদ্ধি, বাণিজ্য ও ভ্রমণ বৃদ্ধির জন্য ডিজাইন করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বিমসটেক বিপুল সমৃদ্ধি অর্জন করতে পারে যদি সদস্য-রাষ্ট্রগুলি সংকীর্ণ রাজনীতি এবং অভ্যন্তরীণ লক্ষ্যগুলি বাদ দিয়ে আঞ্চলিক সহযোগিতাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দেয়।

২০০০ সালে ৫ বিলিয়ন ডলার থেকে ২০২৩ সালে আন্তঃবিমসটেক বাণিজ্য বেড়ে ৬০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বিমসটেক সদস্য দেশগুলোর জনসংখ্যা ১৬৭ কোটি। মোট জিডিপি ২.৮৮ ট্রিলিয়ন ডলার।

ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub