মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ১০:৪৩ এএম

শেয়ার করুন:

loading/img

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দক্ষিণ–পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন দ্বীপ। শনিবার (০৫ এপ্রিল) ভোরে ৬.৯ মাত্রার এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়।

লাইভ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার ভোর ৬টা ৪ মিনিটে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয় নিউ ব্রিটেন দ্বীপে। ওই দ্বীপের উপকূলের অন্তত ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎস। এর ফলে সমুদ্রে ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে অনেকটা বেড়ে যায়। জারি করা হয় সুনামি সতর্কতা।


বিজ্ঞাপন


আমেরিকার জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, রিখটার স্কেলে ৬.৯ মাত্রার প্রথম কম্পনের কয়েক মিনিটের মধ্যে জোরালো ‘আফটারশক’ হয়, যার মাত্রা ছিল ৫.৩। জোড়া কম্পনের ফলে ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। দু’টি কম্পনের মধ্যে ব্যবধান ছিল ৩০ মিনিটের।

আরও পড়ুন-

দক্ষিণ–পূর্ব এশিয়ার ভূমিকম্প বলয়ের অন্তর্গত পাপুয়া নিউগিনিতে এবারের ভূমিকম্পের ক্ষয়ক্ষতির তথ্য এখন প্রকাশ হয়নি। 

ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর