মিয়ানমারে সেনা ও বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াই বেঁধেছে। এখন দেশটির উত্তরাঞ্চলে জান্তা সৈন্য এবং সশস্ত্র জাতিগত-সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে লড়াইয়ে আটকে পড়া দুই শতাধিক থাই নাগরিককে চীন হয়ে থাইল্যান্ডে সরিয়ে নেওয়া হবে। রোববার থাই পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর দিয়েছে।
২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা মিয়ানমারের সেনাবাহিনী তাদের দেশের বেশ কয়েকটি শহর এবং সামরিক চৌকির নিয়ন্ত্রণ হারিয়েছে। দেশটির উত্তরাঞ্চলের কিছু অংশ দখল করেছে বিদ্রোহীরা। দেশটিতে দীর্ঘ সময় ধরে সংঘাত চলছে।
বিজ্ঞাপন
গত কয়েক দশক ধরে দেশের বিভিন্ন অঞ্চলের জাতিগত সংখ্যালঘু ও অন্যান্য বিদ্রোহীগোষ্ঠীগুলোর সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর লড়াই চলছে। তবে ২০২১ সালের সামরিক অভ্যুত্থান দেশটির জান্তাবিরোধী গোষ্ঠীগুলোর মাঝে নজিরবিহীন সমন্বয় তৈরি করেছে। যে কারণে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াইয়ের ক্ষেত্রে সামরিক বাহিনী সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। গত মাসের শেষের দিকে দেশটির জাতিগত সংখ্যালঘু তিনটি গোষ্ঠীর সদস্যরা জান্তা বাহিনীর বিরুদ্ধে একযোগে সমন্বিত হামলা শুরু করে।
আরও পড়ুন: পশ্চিম মিয়ানমারে বিমান হামলায় ১১ বেসামরিক নাগরিক নিহত
এ অবস্থায় থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষের সহায়তায় ২৬৬ থাই এবং একটি অনির্দিষ্ট সংখ্যক ফিলিপিনো ও সিঙ্গাপুরবাসীকে দেশটির উত্তরাঞ্চলের শান রাজ্যের লাউকাইং থেকে মিয়ানমার-চীন সীমান্তে সরিয়ে নেওয়া হচ্ছে।
এসব বিদেশি লোকদের চীনে প্রবেশের অনুমতি দেওয়া হবে এবং তারপরে চীনের কুনমিং শহর থেকে দু’টি চার্টার্ড বিমানে করে তাদের ব্যাংককে নেওয়া হবে।
বিজ্ঞাপন
থাই কর্তৃপক্ষ এর আগে বলেছিল যে মিয়ানমারে আটকে পড়া কয়েকজন মানব পাচারের শিকার এবং কেউ কেউ টেলিকম জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে।
আরও পড়ুন: মিয়ানমারে সেনা আটক বিদ্রোহীদের, ৪৩ সেনা পালিয়ে ভারতে
জাতিসংঘের মতে, মিয়ানমার-সহ দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চল টেলিকম এবং অন্যান্য অনলাইন জালিয়াতির একটি কেন্দ্রে পরিণত হয়েছে। সেখানে কয়েক লাখ লোক অপরাধী চক্রের মাধ্যমে পাচার হয়েছে। তাদেরকে টেলিকম এবং অনলাইন জালিয়াতি কেন্দ্র ও অন্যান্য অবৈধ ক্রিয়াকলাপ করতে বাধ্য করা হয়েছে।
থাই কর্তৃপক্ষ এবং মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে সমন্বয়ের পর ৪১ থাই নাগরিককে স্থলপথে থাইল্যান্ডে ফেরত পাঠানো হয়েছে। এর এক দিন পর চীন হয়ে থাই নাগরিকদের ব্যাংককে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
সূত্র : রয়টার্স
এমইউ