মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

কানাডায় ভারতীয়কে কুপিয়ে খুন 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ০৩:০৪ পিএম

শেয়ার করুন:

loading/img

কানাডায় এক ভারতীয়কে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। শনিবার সকালে ওটোয়ার ভারতীয় দূতাবাস এই হত্যার কথা প্রকাশ করে জানিয়েছে।

এ ঘটনায় একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যদিও নিহত বা অভিযুক্তের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। ভারতীয় দূতাবাস জানিয়েছে, নিহতের পরিবারকে সব রকম সাহায্য করা হচ্ছে তাদের তরফে।


বিজ্ঞাপন


কানাডার ওটোয়ার ভারতীয় দূতাবাস জানিয়েছে, নিহতের পরিবারকে সব রকম সাহায্য করা হচ্ছে তাদের তরফে।

সমাজমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট দিয়ে কানাডায় ভারতীয় দূতাবাস লিখেছে, ওটোয়ার কাছে রকল্যান্ডে এক ভারতীয়কে কুপিয়ে খুনের ঘটনায় আমরা গভীর ভাবে শোকাহত। 

পুলিশ জানিয়েছে, এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারকে সব রকমের সাহায্য করার জন্য স্থানীয় এক সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।


বিজ্ঞাপন


কানাডার স্থানীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে রকল্যান্ডে একটি খুনের ঘটনার কথা রয়েছে। একজনকে পুলিশ হেফাজতে নিয়েছে বলেও জানানো হয়েছে। ওই প্রতিবেদনেও নিহতের পরিচয় প্রকাশ করা হয়নি। 

তিনি সেই ভারতীয় কি না, যার হত্যার কথা ভারতীয় দূতাবাস প্রকাশ করেছে, তা-ও জানানো হয়নি। 

পুলিশ স্থানীয় বাসিন্দাদের জানিয়েছেন, বিশেষ প্রয়োজনে সেখানে নজরদারি বৃদ্ধি করা হচ্ছে। খুনের ঘটনায় আর কাউকে ধরতে এই পদক্ষেপ কি না, তা স্পষ্ট করা হয়নি।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub