বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ঢাকা

রিফিউজি

যুক্তরাজ্যে গৃহহীন অভিবাসীর সংখ্যা বেড়েছে

অভিবাসন ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৪, ০২:২৮ পিএম

শেয়ার করুন:

england refuges

যুক্তরাজ্যে ২০২৩ সালে তীব্রভাবে বেড়েছে গৃহহীন মানুষ৷ উদ্বাস্তু, অভিবাসী এবং আশ্রয়প্রার্থীদের নিয়ে কাজ করা সংস্থাগুলোর একটি নেটওয়ার্ক বৃহস্পতিবার এমন পরিস্থিতির নিন্দা জানিয়েছে৷

নো অ্যাকমোডেশন নামের নেটওয়ার্কটি দাবি করেছে, তারা আগের বছরের তুলনায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে দ্বিগুণেরও বেশি গৃহহীন মানুষকে স্থান দিয়েছে৷ খবর ইনফো মাইগ্রেন্টসের।


বিজ্ঞাপন


আরও ও পড়ুন: আশ্রয়প্রার্থীদের বিমানবন্দর থেকেই ফেরত পাঠাবে জার্মান সরকার

একশটিরও অধিক সংস্থাকে একত্রিত করে তৈরি প্লাটফর্মটি তাদের এক বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করেছে, ২০২৩ সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত এক হাজার ৯৪১ জন অভিবাসীকে তাদের কাঠামোগুলোতে অস্থায়ী বাসস্থানের সুযোগ করে দেয়া হয়েছে৷

refuges_pic

এদের সবাই যুক্তরাজ্যে শরণার্থী মর্যাদা বা রিফিউজি স্ট্যটাসধারী৷ এই সময়সীমার ঠিক আগের বছর সংখ্যাটি ছিল ৯৭৭ জন৷ 


বিজ্ঞাপন


এক সংবাদ বিজ্ঞপিএত নো অ্যাকমোডেশন নেটওয়ার্ক, ব্রিটিশ সরকাররে আশ্রয় এবং অভিবাসন সংক্রান্ত প্রতিকূল নীতির নিন্দা করেছে৷ তাদের মতে, সরকারের নীতি হাজার হাজার শরণার্থী এবং অভিবাসীদের কোন আবাসনের সমাধান ছাড়াই ছেড়ে দিচ্ছে৷

গৃহহীন ব্যক্তিদের সংখ্যা বৃদ্ধির পেছনে আশ্রয়প্রার্থীদের উল্লেখযোগ্য বৃদ্ধি, দ্রুত জরুরি আবাসন ত্যাগ করতে আশ্রয়প্রার্থীদের বাধ্য করা এবং বিগত রক্ষণশীল সরকার আশ্রয় আবেদনে বিপুল ব্যাকলগকে দায়ি করেছে নো অ্যাকমোডেশন নেটওয়ার্ক। 

refuges34

এক বছরে নেটওয়ার্কটির আওতায় আবাসন সহায়তা পাওয়া লোকদের মধ্যে শরণার্থীর অনুপাত ২৬ শতাংশ থেকে ৪৭ শতাংশে উঠে এসেছে৷

নেটওয়ার্কটির পরিচালক ব্রিজেট ইয়ং বলেন, “আমাদের প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে ব্রিটেনের আশ্রয় ব্যবস্থা প্রতি বছর হাজার হাজার লোককে অপ্রয়োজনীয়ভাবে নিঃস্ব এবং গৃহহীনতার দিকে ঠেলে দিচ্ছে।”

তথ্যসূত্র: ইনফো মাইগ্রেন্টস

এজেড
 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর