বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

যে দেশে সূর্য ডোবে না!

অভিবাসন ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩, ০১:৪৩ পিএম

শেয়ার করুন:

loading/img

প্রকৃতির নিয়মে সকালে সূর্য ওঠে দিন শুরু হয়। সন্ধ্যায় অস্ত গিয়ে রাত নামে। কিন্তু পৃথিবীর এমন কিছু দেশ, জায়গা আছে যেখানে এই নিয়মের চলে না। সেখানে সব সময় সূর্য উদিত থাকে। অবিশ্বাস্য মনে হলেও সত্যি!

আপনি হয়তো এ কথা জেনে অবাকই হবেন যে, পৃথিবীতে এমন অনেক জায়গা আছে, যেখানে ৭০ দিনের বেশি সময় ধরে সূর্য অস্ত যায় না। এর মানে এটাই দাঁড়ায় যে, এখানে রাত হয় না। ১২ ঘণ্টা কেটে গেলেও থাকে দিন, দিনের তাড়াহুড়া ও কর্মব্যস্ততা। পর্যটকদের জন্য যেকোনো জায়গায় ভ্রমণের সময় ট্র্যাক রাখা খুব গুরুত্বপূর্ণ, তবে এই জায়গাগুলোতে এলে কিন্তু পর্যটকরা যারপরনাই বিভ্রান্ত হন। 


বিজ্ঞাপন


sun

চলুন জেনে নেওয়া যাক পৃথিবীর এই ৬ টি আশ্চর্যতম জায়গা সম্পর্কে, যেখানে সূর্য অস্ত যায় না।

​নরওয়ে

আর্কটিক সার্কেলে অবস্থিত নরওয়েকে বলা হয় মধ্য রাতের সূর্যের দেশ। এখানে মে মাসের শেষ থেকে জুলাই মাস পর্যন্ত ৭৬ দিনের জন্য সূর্য কখনও অস্ত যায় না। নরওয়ের স্যালবার্ডে ১০ এপ্রিল থেকে ২৩ অগস্ট পর্যন্ত একটানা সূর্যের আলো থাকে। আপনি এই সময়ে এই জায়গাটিতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।


বিজ্ঞাপন


sun3

নুনাভুত, কানাডা

নুনাভুত কানাডার উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি সুন্দর জায়গা। আর্কটিক সার্কেল থেকে প্রায় দুই ডিগ্রি উপরে অবস্থিত এই অঞ্চল। এই জায়গাটি প্রায় দুই মাস ধরে একটানা অর্থাৎ ২৪ ঘণ্টাই সূর্যালোক পায়। আবার শুধু তাই-ই নয়, শীতকালে এই জায়গাটিতে টানা ৩০ দিন সম্পূর্ণ অন্ধকার থাকে।

আইসল্যান্ড

গ্রেট ব্রিটেনের পরে আইসল্যান্ড হল ইউরোপের বৃহত্তম দ্বীপ এবং এটিই এক মাত্র দেশ যেখানে একটিও মশা নেই। গ্রীষ্ম কালে আইসল্যান্ডে রাত হয়, যেখানে আবার জুন মাসে সূর্য কখনওই অস্ত যায় না। মধ্য রাতে সূর্যের মহিমা দেখার জন্য আপনি আর্কটিক সার্কেলের আকুরেরি এবং গ্রিমসি দ্বীপ শহরে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। দারুণ লাগবে ঘুরে দেখতে।

sun-2

ব্যারো, আলাস্কা

মে মাসের শেষ থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত এখানে সূর্য অস্ত যায় না। কিন্তু নভেম্বরের শুরু থেকে পরবর্তী ৩০ দিন আবার এখানে সূর্য ওঠে না এবং এটি পোলার নাইট নামে পরিচিত। এর অর্থ হল শীতের মাসগুলোতে সমগ্র দেশ অন্ধকারে ডুবে থাকে। তুষার ঢাকা পাহাড় এবং মনোমুগ্ধকারী হিমবাহের জন্য জনপ্রিয় আলাস্কার এই অঞ্চলটি গ্রীষ্ম বা শীত কালে পরিদর্শন করা যেতে পারে। পর্যটকরা পৃথিবীর সৌন্দর্যের এক অনন্য উদাহরণ পাবেন এখানে।

সুইডেন

মে মাসের শুরু থেকে আগস্ট মাসের শেষ পর্যন্ত সুইডেনে মধ্য রাতে সূর্য অস্ত যায় এবং প্রায় ৪টার সময়ে উদয় হয়। এখানে এক টানা ৬ মাস সূর্যের আলো আর রোদ থাকে। অর্থাৎ এই ৬ মাসে সূর্য অস্ত যায় না। তাই এই সময়ে পর্যটকরা এখানে গেলে নানা দুঃসাহসিক কার্যকলাপ, গলফ খেলা, মাছ ধরা, ট্রেকিং ট্রেইল এবং আরও অনেক কিছুতে নিজেদের জড়িয়ে রেখে দীর্ঘ দিনের সময় অতিবাহিত করতে পারেন। তাহলে এই জায়গাগুলোয় বেড়াতে গেলে কিন্তু ভেবে চিন্তে সময় বাছুন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub