বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

পদবঞ্চিতরা চিকিৎসকরা শিগগিরই পদোন্নতি পাবেন: স্বাস্থ্য ডিজি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৫, ০৯:৫৪ পিএম

শেয়ার করুন:

loading/img

পদবঞ্চিত চিকিৎসকরা শিগগিরই পদোন্নতি পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর।

সোমবার (১৭ মার্চ) বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


স্বাস্থ্যের ডিজি বলেন, বিগত সময়ে নানাভাবে সাধারণ ও ভিন্নমতের চিকিৎসকদের পদবঞ্চিত করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতর একসঙ্গে পদবঞ্চিত চিকিৎসকদের জন্য কাজ করে যাচ্ছে। যারা পদবঞ্চিত হয়েছে, তারা শিগগিরই পদোন্নতি পাবেন। পদোন্নতির জন্য আগামীকালও একটি মিটিং রয়েছে।

ড্যাবের সভাপতি ডা. হারুন অর রশিদ বলেন, বিগত সময়ের আন্দোলন সংগ্রামে চিকিৎসকরা নির্যাতিতদের পাশে ছিলেন। আগামীতেও চিকিৎসকরা নির্যাতিতদের পক্ষে থাকবেন।

ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, পূর্বের যেকোনো আন্দোলনে চিকিৎসকরা সক্রিয় ছিলেন। এখন চিকিৎসকদের মধ্যে ঐক্য গড়ে তোলা প্রয়োজন, যাতে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শেখ ফরহাদ প্রমুখ।


বিজ্ঞাপন


এসএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub