মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বেগম জিয়ার মৃত্যুতে যা বললেন শাওন 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ পিএম

শেয়ার করুন:

বেগম জিয়ার মৃত্যুতে যা বললেন শাওন 

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া মোটা দাগে পড়েছে দেশের সংস্কৃতি অঙ্গনে। শিল্পীদের সোশ্যাল হ্যান্ডেল ভারি হয়েছে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনকে হারানোর বেদনায়। অভিনেত্রী মেহের আফরোজ শাওনও আছেন এ তালিকায়। 

নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে বেগম জিয়াকে নিয়ে শাওন লিখেছেন, নব্বই দশকে বেড়ে ওঠা আমাদের প্রজন্ম আপনাকে মনে রাখবে ভালো-মন্দ নানা কারণে। 


বিজ্ঞাপন


তবে শাওনের চোখে বেগম জিয়া একজন সফল প্রধানমন্ত্রী। তার স্মৃতিতে সেভাবেই ধরে রাখতে চান উল্লেখ করে লেখেন, তবে আমি ১৯৯১ থেকে ১৯৯৬ সালের শাসনামলের সফল প্রধানমন্ত্রী হিসাবে আপনার কথা মনে রাখতে চাই। 

এরপর লেখেন, বাংলাদেশের প্রথম নারী সরকার প্রধান বেগম খালেদা জিয়া, আপনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

অনেক দিন ধরে অসুস্থ ছিলেন খালেদা জিয়া। ভুগছিলেন শারীরিক বিভিন্ন জটিলতায়। এভার কেয়ার হাসপাতালে ছিলেন চিকিৎসাধীন। আজ ৩০ ডিসেম্বর সকাল ৬টায় সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এ নেত্রী।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর