জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট www.admission.jnu.ac.bd তে এই ফলাফল প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
ভর্তি পরীক্ষার ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.jnu.ac.bd
অথবা https://jnuadmission.com অথবা www.admission.jnu.ac.bd থেকে জানা যাবে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ৮ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ওয়েবসাইটে (www.admission.jnu.ac.bd) লগইন করে বিষয় পছন্দ করে দিতে পারবেন।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ৩টি আলাদা শিফটে ‘এ’ ইউনিট অর্থাৎ বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৮৬০টি আসনের বিপরীতে মোট ৪৪ হাজার ২২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
ইএ